নয়াদিল্লি, 7 মার্চ:অবশেষে দিল্লি পৌঁছে গেলেন 'বীরভূমের বাঘ' অনুব্রত মণ্ডল ৷ কলকাতা থেকে মঙ্গলবার রাত 9 টা নাগাদ বিমানে দিল্লিতে পৌঁছন অনুব্রত ৷ তাঁর সঙ্গে 3 ইডি আধিকারিক ও এক চিকিৎসক ছিলেন বলে জানা গিয়েছে ৷ সূত্রে খবর, বিমান থেকে নেমে এদিন আচমকাই অসুস্থ বোধ করেন কেষ্ট ৷ হাঁপানির সমস্যা হয় তাঁর ৷ ফলে তাঁকে হুইলচেয়ারে বসিয়ে বাইরে নিয়ে আসতে হয় (Anubrata Mondal reaches Delhi)৷
পরে তাঁকে দিল্লিতে ইডি'র দফতরে নিয়ে যাওয়া হয় ৷ সূত্রের খবর এদিন রাতেই তাঁকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বিচারকের কাছে পেশ করা হবে ৷ এদিন দমদম বিমানবন্দর থেকে 6টা 56 মিনিটে দিল্লির উদ্দেশ্যে রওনা হয় অনুব্রত মণ্ডলের বিমান ৷ ইডি'র এক আধিকারিক জানিয়েছেন, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয় প্রায় 3 মাস আগে ৷ কিন্তু একের পর এক মামলা, আদলতে শুনানি ইত্যাদির কারণে গোটা প্রক্রিয়ায় এত দেরি হল ৷ উল্লেখ্য, গত বছর 11 অগস্ট রাজ্যের গরুপাচার মামলার সিবিআই'র হাতে গ্রেফতার হন অনুব্রত ৷ পরে ইডি'ও এই মামলায় যুক্ত হয় ৷ দুই কেন্দ্রীয় এজেন্সি দফায় দফায় জেরা করে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে (Anubrata Mondal) ৷