পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ED Summoned Abhishek's Parents: শুধু অভিষেক নন, তাঁর বাবা-মাকেও তলব করল ইডি - লিপস এন্ড বাউন্ডস সংস্থা

লিপস এন্ড বাউন্ডস সংস্থার সংস্থার কত সম্পত্তি রয়েছে এবং সংস্থার নামে রয়েছে সেই কারখানায় কী কী বানানো হয় তার বিস্তারিত তথ্য পেতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা এবং বাবাকেও তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 6:06 PM IST

Updated : Sep 28, 2023, 11:02 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর: অভিষেক একা নন ইডির তলব তাঁর মা-বাবাকেও ৷ লিপস এন্ড বাউন্ডস সংস্থার কত সম্পত্তি রয়েছে এবং সংস্থার নামে সেই কারখানায় কী কী বানানো হয় তার বিস্তারিত তথ্য পেতে এবার অভিষেকের মা এবং বাবাকেও তলব করল । সল্টলেক সিজিও কমপ্লেক্স সূত্রের খবর আগামী 6 অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মা লতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছে। পাশাপাশি আগামী 7 অক্টোবর ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে।

চলতি সপ্তাহেই কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার রোষের মুখে পড়তে হয় ইডি কর্তাদের ৷ বিচারপতি অমৃতা সিনহা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর তরফ থেকে একটি রিপোর্ট উল্লেখ করে জানতে চান সংশ্লিষ্ট রিপোর্টে কোনও বিস্তারিত তথ্য নেই কেন? কেন সন্দেহভাজন ব্যক্তিদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না।

মূলত জানা যাচ্ছে যে, কলকাতা হাইকোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর তরফে একটি রিপোর্ট জমা দেয়া হয়েছিল। সংশ্লিষ্ট রিপোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা উল্লেখ করেছিলেন লিপস এন্ড বাউন্ডস সংস্থার যাবতীয় সম্প্রতি এবং মালিকানার হিসেব এবং তথ্য। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সেই রিপোর্টটি দেখে ভর্ৎসনা করেন ইডি-এর কর্তাকে। কলকাতা হাইকোর্ট পর্যবেক্ষণে জানায় যে, লিপস এন্ড বাউন্ডস কোম্পানির মালিককে এবং তাঁরা কোথায় থাকেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য কেন নেই সংশ্লিষ্ট রিপোর্টে ? শোনা যাচ্ছে সংশ্লিষ্ট কোম্পানিতেই একটি কারখানা আছে। মন্তব্য করা হয় যে, একটি কারখানায় আলপিন থেকে আরও বড় বড় জিনিস তৈরি করা হতে পারে। তার কেন রিপোর্ট উল্লেখ করা হয়নি ?

আরও পড়ুন: চব্বিশের আগে ইডি-সিবিআইয়ের জালে আরও মন্ত্রী-বিধায়ক, বিস্ফোরক অনির্বাণ গঙ্গোপাধ্যায়

অনেকেই মনে করছেন এই সকল রিপোর্ট আদালতে পেশ করার জন্য এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা এবং বাবাকে ডাকা হয়েছে। যদিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং বাবা অমিত ববন্দোপাধ্যায়কে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা এবং মায়ের বয়ান রেকর্ড করা হবে বলেও খবর। সংস্থার টাকা কোন কোন খাতে খরচ করা হত তার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা। আগামী 3 অক্টোবর নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টেড গোয়েন্দারা।

Last Updated : Sep 28, 2023, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details