কলকাতা, 11 ডিসেম্বর:কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা কেমন রয়েছে এবং তাঁর চিকিৎসায় কী কী পদক্ষেপ নিচ্ছে এসএসকেএম হাসপাতাল ৷ সে বিষয়ে খোঁজ নিতে সোমবার সকাল 11টা নাগাদ এসএসকেএম হাসপাতালে এলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর আধিকারিকরা । তদন্তকারীরা হাসপাতালে এসে এ দিন কালীঘাটের কাকুর চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলেন । মূলত তাঁকে কবে এসএসকেএম থেকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া যাবে, সেই বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা হয় ইডি আধিকারিকরদের ।
আদালতের নির্দেশে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে জোকার ইএসআই হাসপাতাল ৷ তার জন্য সেখানে চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে ৷ কিন্তু শারীরিক অসুস্থতার বিষয়টিকে সামনে এনে ইতিমধ্যেই কালীঘাটের কাকু ভরতি হয়েছেন এসএসকেএম হাসপাতালে ক্রিটিকাল কেয়ার ইউনিটে । তাঁকে এসএসকেএম থেকে ইএসআই হাসপাতালে ফেরত আনতে গেলে চিকিৎসকদের অনুমতির প্রয়োজন ৷ তাই সুজয়কৃষ্ণ ভদ্রের এতদিন ধরে কী কী চিকিৎসা হয়েছে এসএসকেএমে এবং চিকিৎসকরা সঠিক কবে তাঁকে ফিটনেস সার্টিফিকেট দিতে পারবেন, তা জানার জন্য এ দিন হাসপাতালে আসেন তদন্তকারীরা ।