কলকাতা, 24 মার্চ: ইতিমধ্যেই রাজ্যের একাধিক পৌরসভার পৌর আধিকারিক এবং বিভিন্ন প্রভাবশালীদের তালিকা তৈরি করেছে ডিরেক্টর ৷ শিঘ্রই তাদের সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে । নিয়োগ দুর্নীতির পর সামনে এসেছে পৌরসভার নিয়োগ দুর্নীতি । টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের বিরুদ্ধে । দু‘জনেই জেল হেফাজতে আছেন (Tender Corruption of Municipalities) ৷
সেই ঘটনার শিখা এখনও বেশ জ্বলছে ৷ এবার সামনে এল আরও বিস্ফোরক তথ্য। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের দাবি, অয়ন শীলের সঙ্গে একাধিক পৌরসভার পৌরআধিকারিকদের একটি গোপন আঁতাত ছিল । তদন্তকারীদের অনুমান, যখন রাজ্যের একাধিক পৌরসভায় টেন্ডার ডাকার সময় অয়ন শীলের বিভিন্ন ভুয়ো কোম্পানিগুলির সাহায্যে অয়ন টেন্ডার আদায় করতেন । তদন্তকারীদের অভিযোগ, এক্ষেত্রে তাঁকে পৌরসভার আধিকারিকরা সাহায্য করতো ৷ এই সব কিছুর জন্য পৌর আধিকারিকদের কোটি কোটি টাকাও দিতেন অয়ন ৷
আরও পড়ুন :বান্ধবীকে হন্ডা সিটি গাড়ি উপহার দিয়েছিলেন অয়ন, দাবি ইডির