পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Special Rail Service For Holi: হোলিতে দিঘায় স্পেশাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

হোলিতে ঘুরতে যাওয়ার জন্য বিশেষ ট্রেন পূর্ব রেলের । হাওড়া-দিঘা বিশেষ ট্রেন চালু পূর্ব রেলের (Special Rail Service For Holi)।

Special Rail Service For Holi
হোলিতে দিঘা স্পেশাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

By

Published : Mar 11, 2022, 6:20 PM IST

কলকাতা,11 মার্চ: হোলিতে দিঘা ভ্রমণের জন্য স্পেশাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের । প্রতি বছরের মতো এই বছর হোলির আগে দিঘা যেতে হাওড়া-দিঘা-হাওড়া ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল । আজই পূর্ব রেলের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি হয়েছে (Special Rail Service For Holi)।

আরও পড়ুন:Womens Day Special : শখের ড্রাইভিং থেকে চালকের আসন, নারী দিবসে মহিলা বাসচালকের কাহিনী

পূর্ব রেল প্রকাশিত এই নির্দেশিকাতে জানানো হয়েছে, হোলির সময় যাত্রীদের চাপ প্রচুর বৃদ্ধি পায় । সেই চাপ কমাতেই হাওড়া-দিঘা রুটে বিশেষ ট্রেন চালু করা হচ্ছে । বুকিং কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে। ট্রেনের ভাড়া বর্ধিত মূল্যে দিতে হবে বলে জানানো হয়েছে।

এই বিশেষ ট্রেনটিতে এসি চেয়ার কার কোচ থাকবে । এই দুটি ট্রেনে তৎকাল ও কোনও বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে না । পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী 08001 হাওড়া-দিঘা স্পেশাল আগামী 17 তারিখে রাত্রি 2.45 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে ট্রেন । পাশাপাশি 18 ও 19 তারিখেও এই পরিষেবা চলবে । 08002 দিঘা-হাওড়া স্পেশাল সন্ধ্যা 6:25 নাগাদ দিঘা থেকে ছাড়বে । এই ট্রেনটি সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচেদা, তমলুক, কাঁথি স্টেশনে থামবে ।

ABOUT THE AUTHOR

...view details