পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হোটেলগুলিকে মানবিক হওয়ার আবেদন মেট্রোর - বউবাজার

হোটেলগুলিকে আরও মানবিক হওয়ার আবেদন জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ সম্প্রতি মধ্য কলকাতার মহাত্মা গান্ধি রোডের একটি হোটেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছে বউবাজারের ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ৷ এই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেট্রো রেল কর্তৃপক্ষের ৷ পাশাপাশি হোটেলগুলি পরিদর্শন হবে বলেও জানানো হয়েছে ৷

হোটেলগুলিকে মানবিক হওয়ার আবেদন মেট্রোর

By

Published : Sep 8, 2019, 6:23 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর : ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ক্ষতিগ্রস্ত বউবাজারের পরিবারগুলিকে বিভিন্ন হোটেলে রাখা হয়েছে ৷ হোটেলগুলিকে আরও মানবিক হওয়ার আবেদন জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ কয়েকদিন ধরে হোটেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ শোনা যাচ্ছিল ৷ সেই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিল মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ পাশাপাশি হোটেলগুলির পরিদর্শন করা হবে বলেও জানানো হয়েছে ৷

গত 8 দিন ধরে দুর্গা পিতুরি লেন ও স্যাকরা পাড়া লেনের কয়েকজন বাসিন্দাকে এম জি রোডের একটি হোটেলে রাখা হয়েছে ৷ মূলত এই হোটেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে ৷ মীরা নন্দী (73) ও তাঁর স্বামী নারায়ণ নন্দী (84) বর্তমানে এই হোটেলেই রয়েছেন ৷ বার্ধক্যজনিত কারণে তাঁদের শারীরিক সমস্যা আছে ৷ তাই হোটেলের তেল-মশলা যুক্ত খাবার খেতে সমস্যা হয় ৷ শিবাজি পান্ডে (82) COPD-র রোগী ৷ তাঁর পরিবারের পাঁচ জন সদস্যকে বাধ্য হয়ে একই ঘরে থাকতে হচ্ছে ৷ অনেকেই হার্টের রোগী ৷ বেশি তেল-মশলা খাবার তাঁদের পক্ষে ক্ষতিকারক ৷ অভিযোগ, একাধিকবার হোটেল কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি ৷ হোটেলগুলি থেকে ঠিকমতো পরিষেবা না পাওয়ায় মেট্রো রেলের কাছে অভিযোগ জানানো হয়েছে ৷

ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের আধিকারিক এ কে নন্দী বলেন, "এই সময় হোটেলগুলিকে অনেক বেশি মানবিক হওয়া উচিত ৷ এই বিপদের দিনে মুনাফার কথা ভাবলে চলবে না ৷" ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের মুখ্য ইঞ্জিনিয়র বিশ্বনাথ দিওয়ানজি বলেন, "অনেকগুলি অভিযোগ পেয়েছি ৷ মেট্রো রেল কর্তৃপক্ষ সবকটি হোটেল পরিদর্শনে যাবে ৷ হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে৷ কী ভাবে সমস্যার সমাধান করা যায়, সেই চেষ্টা করা হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details