পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: পঞ্চায়েত ভোটের দিন নন্দীগ্রামে নিজের বুথের এলাকাতেই থাকতে হবে শুভেন্দুকে, নোটিশ পুলিশের - পঞ্চায়েত নির্বাচনের দিন

আগামী শনিবার পঞ্চায়েত ভোট ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ভোটার ৷ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ জানিয়েছে, নিজের বুথের এলাকার বাইরে বের হতে পারবেন না শুভেন্দু অধিকারী ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari

By

Published : Jul 6, 2023, 7:41 PM IST

Updated : Jul 7, 2023, 12:09 PM IST

কাঁথি, 6 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের দিন নিজের বুথের এলাকার বাইরে যেতে পারবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এমনই নির্দেশ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ৷ এই নির্দেশ জানিয়ে বিরোধী দলনেতাকে নোটিশ পাঠিয়েছে জেলা পুলিশ ৷ জেলা পুলিশের তরফে এই নোটিশ পাঠিয়েছেন কাঁথি থানার ইন্সপেক্টর ইনচার্জ অমলেন্দু বিশ্বাস ৷

প্রসঙ্গত, রাজ্য নির্বাচন কমিশনের তরফে জেলা প্রশাসনগুলির কাছে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি গিয়েছে ৷ সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অবাধ ও শান্তিপূর্বভাবে ভোটের কাজ শেষ করতে রাজনৈতিক নেতাদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে ৷ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ যে নোটিশ বিরোধী দলনেতাকে পাঠিয়েছে, সেই নোটিশে কমিশনের সিদ্ধান্তের কথা উল্লেখ করা রয়েছে ৷

শুভেন্দু পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বিধায়ক ৷ 2021 সালে ওই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেই তিনি বিরোধী দলনেতা হতে পেরেছেন ৷ ফলে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় যদি শাসক পক্ষের নেতা হন, তাহলে বিরোধী পক্ষের নেতা শুভেন্দু ৷ তাই গেরুয়া শিবিরে যথেষ্ট গুরুত্ব রয়েছে তাঁর ৷ ফলে বিজেপির হয়ে সবসময়ই তাঁকে বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চষে বেড়াতে দেখা যায় ৷ সব জায়গাতেই তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন ৷

গত একমাসে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয়ে বারবার তিনি তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন ৷ শাসক দল সন্ত্রাস করছে বলে অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, ভোটের দিনও একইভাবে বিরোধীদের উপর হামলা চালাবে তৃণমূল ৷ তাই তিনি চৌকিদার হয়ে বিরোধীদের ভোটদানের ব্যবস্থা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ৷ কিন্তু ভোটের প্রচার যেদিন শেষ হল, সেদিন দেখা যাচ্ছে আগামী শনিবার নিজের বুথের বাইরেই বের হতে পারবেন বিরোধী দলনেতা ৷

তিনি নন্দীগ্রাম-1 ব্লকের নন্দনায়ক বার বুথের ভোটার ৷ তিনি সেখানেই শনিবার নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন৷ তার পর এলাকায় থাকবেন বলেও বিজেপির নেতা-কর্মীদের জানিয়েছেন বলে খবর ৷ কিন্তু এর মধ্যে পুলিশের এই নোটিশ নিয়ে বিরোধী দলনেতা কী প্রতিক্রিয়া দেন, সেটাই দেখার ৷

আরও পড়ুন:পঞ্চায়েত ভোটে ব্যালট বাক্সের চুরি রুখতে বিশেষ সিলের ব্যবস্থা, ঘোষণা শুভেন্দুর

Last Updated : Jul 7, 2023, 12:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details