কলকাতা, 24 সেপ্টেম্বর: আর মাত্র কয়েকদিন পরে পুজো। দুর্গাপুজো মানেই নতুন জামা, নতুন জুতো- সবমিলিয়ে দেদার কেনাকাটা। অনেকেরই পুজোর শপিং শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই শনিবার এবং রবিবারগুলিতে বাজার থেকে শুরু করে শপিংমল সর্বত্রই শুরু হয়ে গেছে ভিড়। চলছে জমিয়ে কেনাকাটা। যাঁরা এখনও শুরু করেননি তাঁরাও হয়তো শুরু করবেন খুব দ্রুত। এবার পুজোর শপিংয়ের জন্য মিলল দারুণ খুশির খবর। গতবারের মতো এবারও রাজ্য পরিবহণ দফতরের তরফে কেনাকাটা করার জন্য বিশেষ বাস পরিষেবা শুরু হতে চলেছে। নাম 'শপিং স্পেশাল' বাস। কবে থেকে শুরু হচ্ছে এই স্পেশাল বাস?
বাঙালির সর চেয়ে বড় উৎসব দুর্গোৎসবের জন্য সর্বত্রই সাজো সাজো রব। গড়িয়াহাট, দেশপ্রিয় পার্ক, লেক মার্কেট, হাতিবাগান, নিউ মার্কেট, লিন্ডসে স্ট্রিট-সহ ছোট, বড় সমস্ত শপিংমলে উপচে পড়া ভিড়। সম্প্রতি পুজোয় কী ধরনের পরিবহণ ব্যবস্থা থাকছে সেই জানাতে গিয়ে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই শপিং স্পেশাল বাসের কথা জানিয়েছিলেন। তবে কবে থেকে দেওয়া হবে এই বিশেষ পরিষেবা তা মন্ত্রী তখন চূড়ান্তভাবে কিছু জানাননি। পরিবহণ দফতর মনে করছে আগামী মাসের 20 তারিখ থেকে পুজো শুরু হবে বলে হাতে কিছুটা সময় রয়েছে। পাশাপাশি মাস পয়লায় বেতন হবে। তারপরই কেনাকাটার পরিমাণ বাড়বে।
তাই সব দিক বিবেচনা করে আগামী মাসের প্রথম শনিবার থেকে বিশেষ বাস পরিষেবা শুরু হতে পারে। শনিবার এবং রবিবার ছাড়াও ছুটির দিনগুলোতে মিলবে পরিষেবা। মূলত বড় বড় বাজার এবং শপিংমলের সামনে দিয়ে যাবে এই বাস। এসপ্ল্যানেড, শ্যামবাজার এবং গড়িয়াহাটের মতো প্রধান কেনাকাটার কেন্দ্রগুলি থেকে ছাড়বে এই বিশেষ বাস। এই বাসগুলোর উপরে বড় করে লেখা থাকবে শপিং স্পেশাল। যাত্রীরা যাতে সহজেই এই বিশেষ বাস চিনতে পারেন তাই এই ব্যবস্থা।