পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durga Puja Shopping: পুজোর কেনাকাটার জন্য আসছে 'শপিং স্পেশাল' বাস, কবে থেকে শুরু পরিষেবা? - শপিং

দুর্গাপুজোর আর একমাসও বাকি নেই। ঢাকে কাঠি পড়ার সময় প্রায় এসেই গেল। ইতিমধ্যেই কেনাকাটা শুরু হয়ে গিয়েছে ৷ এরই মাঝে পুজোর শপিংয়ের জন্য দারুণ খুশির খবর। গতবারের মতো এবারও শপিংয়ের কথা ভেবে স্পেশাল বাস চালু হতে চলেছে। কবে থেকে মিলবে এই পরিষেবা?

ফাইল ছবি
Durga Puja Shopping

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 7:04 AM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর: আর মাত্র কয়েকদিন পরে পুজো। দুর্গাপুজো মানেই নতুন জামা, নতুন জুতো- সবমিলিয়ে দেদার কেনাকাটা। অনেকেরই পুজোর শপিং শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই শনিবার এবং রবিবারগুলিতে বাজার থেকে শুরু করে শপিংমল সর্বত্রই শুরু হয়ে গেছে ভিড়। চলছে জমিয়ে কেনাকাটা। যাঁরা এখনও শুরু করেননি তাঁরাও হয়তো শুরু করবেন খুব দ্রুত। এবার পুজোর শপিংয়ের জন্য মিলল দারুণ খুশির খবর। গতবারের মতো এবারও রাজ্য পরিবহণ দফতরের তরফে কেনাকাটা করার জন্য বিশেষ বাস পরিষেবা শুরু হতে চলেছে। নাম 'শপিং স্পেশাল' বাস। কবে থেকে শুরু হচ্ছে এই স্পেশাল বাস?

বাঙালির সর চেয়ে বড় উৎসব দুর্গোৎসবের জন্য সর্বত্রই সাজো সাজো রব। গড়িয়াহাট, দেশপ্রিয় পার্ক, লেক মার্কেট, হাতিবাগান, নিউ মার্কেট, লিন্ডসে স্ট্রিট-সহ ছোট, বড় সমস্ত শপিংমলে উপচে পড়া ভিড়। সম্প্রতি পুজোয় কী ধরনের পরিবহণ ব্যবস্থা থাকছে সেই জানাতে গিয়ে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই শপিং স্পেশাল বাসের কথা জানিয়েছিলেন। তবে কবে থেকে দেওয়া হবে এই বিশেষ পরিষেবা তা মন্ত্রী তখন চূড়ান্তভাবে কিছু জানাননি। পরিবহণ দফতর মনে করছে আগামী মাসের 20 তারিখ থেকে পুজো শুরু হবে বলে হাতে কিছুটা সময় রয়েছে। পাশাপাশি মাস পয়লায় বেতন হবে। তারপরই কেনাকাটার পরিমাণ বাড়বে।

তাই সব দিক বিবেচনা করে আগামী মাসের প্রথম শনিবার থেকে বিশেষ বাস পরিষেবা শুরু হতে পারে। শনিবার এবং রবিবার ছাড়াও ছুটির দিনগুলোতে মিলবে পরিষেবা। মূলত বড় বড় বাজার এবং শপিংমলের সামনে দিয়ে যাবে এই বাস। এসপ্ল্যানেড, শ্যামবাজার এবং গড়িয়াহাটের মতো প্রধান কেনাকাটার কেন্দ্রগুলি থেকে ছাড়বে এই বিশেষ বাস। এই বাসগুলোর উপরে বড় করে লেখা থাকবে শপিং স্পেশাল। যাত্রীরা যাতে সহজেই এই বিশেষ বাস চিনতে পারেন তাই এই ব্যবস্থা।

গতবছর পুজোর আগে শনিবার এবং রবিবার দেওয়া হয়েছিল শপিং স্পেশাল এসি বাস পরিষেবা। তাই মনে করা হচ্ছে, এ বারও সপ্তাহান্তেই চলবে এই বাসগুলো। কারণ দেখা গিয়েছে যে অন্য দিনে ভিড় থাকলেও সপ্তাহান্তে পুজো কেনাকাটার জন্য ভিড় সবথেকে বেশি হয়। তাই স্বাভাবিকভাবে বাস বা মেট্রোয় ব্যাপক ভিড় হয়। গতবছর শহরের ন'টি রুটে বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত চালানো হয়েছিল এই বাস। তবে এই বছর নির্দিষ্ট কোন কোন রুটে কখন থেকে চালানো হবে পরিষেবা তা এখনও চূড়ান্তভাবে জানা যায়নি।

অন্যদিকে, মেট্রোয় কেনাকাটা করতে আসা মানুষের ভিড় সামাল দিতেও বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা করেছে কলকাতা মেট্রো রেল। নর্থ-সাউথ বা গ্রিন লাইনে প্রি-পুজো শপিং স্পেশাল মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:মহালয়ার ভোরে দর্শকের ঘরে দিতিপ্রিয়া-শ্রুতি-শ্বেতারা, দেখে নিন নবপত্রিকায় দেবীবরণ-এর খুঁটিনাটি

ABOUT THE AUTHOR

...view details