পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পথচিত্র এঁকে কোরোনা সচেতনতায় পুলিশ - কোরোনা সচেতনতায় পুলিশ

জনগণকে সচেতন করতে দিন রাত এক করে কাজ করছে প্রশাসন ৷ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি এই সচেতনতা প্রসারে অগ্রনী ভূমিকা নিয়েছে পুলিশ ।

image
কোরোনা সচেতনতায় পুলিশ

By

Published : Apr 16, 2020, 3:36 PM IST

ডানলপ, 16 এপ্রিল : কোরোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে অভিনব পন্থা অবলম্বন করল ডানলপ সাব ট্রাফিক গার্ড । মঙ্গলবার রাতে BT রোডের উপর বরাহনগর ডানলপ মোড়ে সচেতনতা সূচক পথচিত্র আঁকা হল । কোরোনা নিয়ে প্রশাসনের সব পর্যায়ে চুড়ান্ত সতর্কতা । জনগণকে সচেতন করতে দিন রাত এক করে কাজ করছে প্রশাসন ৷ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি এই সচেতনতা প্রসারে অগ্রনী ভূমিকা নিয়েছে পুলিশ ।

বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে তাঁরা সাধারণ মানুষকে ঘরে থাকার আবেদন করে চলেছে । এমনকী বিভিন্ন কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা জনপ্রিয় হিন্দি ও বাংলা গানের সুরে কোরোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনতা মূলক গান লিখেছেন । এবং নিজেরা তা গেয়ে শুনিয়েছেন । তাতে যে ফল মিলছে না তা নয় । কোরোনা ভাইরাসের মোকাবিলায় মানুষ এখন অনেক সতর্ক । ফলে সংক্রমনের গতি অনেকটাই নিয়ন্ত্রনে । ইতিমধ্যে সরকার লকডাউনের সময়সীমা বাড়িয়েছে । যা কোরোনা সংক্রমণের এই পর্যায়ে বিষয়টি প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে ।

সেই তালিকায় পথচিত্র নবতম সংযোজন । এই পথে সচেতনার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রয়াস দেখা গিয়েছিল পাটুলিতে । এবার সেই প্রয়াস দেখা গেল BT রোডের ওপর ডানলপ মোড়ে । ডানলপ সাব ট্রাফিক গার্ড রাস্তাজুড়ে কোরোনা সচেতনতার কথা রাস্তায় লিখল । যাতেএই পথচিত্র প্রায় জনশূন্য পথে থাকা মানুষের চোখে পড়ে । পথচিত্রে বলা হয়েছে বাড়িতে থাকার কথা । সাবধানে থাকার কথা এবং সুস্থ থাকার কথা । সোশাল ডিসট্যান্সিং এর কথাও এই পথচিত্রে বলা হয়েছে । এখন এই রাজ্যে মাস্ক না পড়ে বাইরে বেরোনোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । এবং সেই নির্দেশ লঙ্ঘনের কোনও চেষ্টা সেভাবে নেই । তাই সচেতনতা আরও বাড়িয়ে তুলতেই BT রোডে ব্যস্ততম ডানলপ চারমাথার মোড়ে সাব ট্রাফিক গার্ডের তত্বাধানে এই পথচিত্র আঁকা হল।

ABOUT THE AUTHOR

...view details