পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Duare Pourasabha Camp: কোষাগারের হাল ফেরাতে এবার 'দুয়ারে পুরসভা', কাউন্সিলরদের চিঠি মেয়রের - কলকাতার মেয়র ফিরহাদ হাকিম

পুরসভার কোষাগারের হাল ফেরাতে নয়া উদ্যোগ মেয়র ফিরহাদ হাকিমের (Mayor Firhad Hakim) ৷ পাড়ায় পাড়ায় শুরু হতে চলেছে 'দুয়ারে পুরসভা' শিবির (Duare Pourasabha camp is starting in Kolkata) ৷

Etv Bharat
শুরু হতে চলেছে 'দুয়ারে পুরসভা'

By

Published : Mar 17, 2023, 10:29 PM IST

কলকাতা,14 মার্চ: পুরসভার কোষাগারের হাল ফেরাতে নয়া উদ্যোগ নিতে চলেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) ৷ কর মূল্যায়ণ সংক্রান্ত সমস্ত পরিষেবা নাগরিকদের দরজায় পৌঁছে দিতে এবং কোষাগারের আয় বাড়াতেই অভিনব পন্থা 'দুয়ারে পুরসভা' শিবির শুরু করতে চলেছে কলকাতা পৌরনিগম ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের( Cm Mamata Banerjee) দেখানো পথ 'দুয়ারে সরকার' (Duare Sarkar Camp)-এর মতোই মা মাটি মানুষের কাছে পৌঁছে যাবেন পুরসভার কাউন্সিলরা ৷ সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে ইতিমধ্যেই কাউন্সিলরদের সহযোগিতা চেয়ে চিঠি পাঠিয়েছেন ফিরহাদ হাকিম ৷ প্রতি ছয় মাস অন্তর রাজ্য সরকারের উদ্যোগে চলবে 'দুয়ারে পুরসভা' শিবির (Duare Pourasabha camp is starting in Kolkata)।

পৌরনিগম সূত্রে খবর, পুর কোষাগারে ক্রমশ বেড়েই চলেছে ঘাটতি ৷ 2023-2024 অর্থ বর্ষের বাজেট পেশেও সেই ঘাটতি রয়ে গিয়েছে প্রায় 146 কোটি টাকা। তবে চলতি অর্থ বর্ষে সব আয়কে ছাপিয়ে গিয়েছে সম্পত্তির কর বাবদ আয়। মার্চের মাঝামাঝি সেই আয় দাঁড়িয়েছে 1100 কোটি টাকায়। তাই আগামী অর্থ বছর থেকেই অর্থাৎ এপ্রিল থেকেই রাজস্ব আদায় বাড়াতে, পাড়ায় পাড়ায় শিবির শুরু করতে চলেছে কলকাতা পুরসভা ।

এই শিবির অনেকটাই রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' কর্মসূচির মত ‘দুয়ারে পুরসভা'। তবে এই প্রকল্প বাস্তবায়ন করতে কর্তৃপক্ষকে বেশ কিছু সমস্যার কথা মাথায় রাখতে হচ্ছে। কলকাতা পৌরনিগমের এক আধিকারিক জানান, অনেক ক্ষেত্রে স্থানীয় কাউন্সিলরদের একাংশের অসহযোগিতার কারণে এই ধরণের শিবিরে সাফল্য আসে না ৷ তাই সেই ঝুঁকি এড়াতেই পৌরনিগমের প্রতিনিধিদের কাছে সহযোগিতা চেয়ে শুক্রবার চিঠি দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ।

আরও পড়ুন: ঘাটতি কমিয়ে বাজেট পেশ ফিরহাদের, কটাক্ষ বিরোধীদের

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, বাজেট অধিবেশন শুরুতেই অধিবেশন কক্ষে উপস্থিত সকল কাউন্সিলরদের এই চিঠি ধরানো হয়েছে। সেখানেও উল্লেখ করা হয়েছে, যেখানে কাউন্সিলররা সাহায্য করেছেন, সেখানে সাফল্য পাওয়া গিয়েছে। যেখানে করছেন না, সেখানে সমস্যা তৈরি হচ্ছে। কাঙ্ক্ষিত সাফল্য মিলছে না। আগামী অর্থবছরে এ ধরনের শিবির আরও বেশি করে করতে চায় পৌর কর্তৃপক্ষ। তাই কাউন্সিলরদের সহযোগিতা একান্ত কাম্য। যে সমস্ত নতুন বাড়ি, সোসাইটি, ফ্ল্যাট কিংবা কমপ্লেক্সের মিউটেশন হয়নি, সেগুলিকে চিহ্নিত করতে বলা হয়েছে। বিভিন্ন পাড়ায় কোথায় কোথায় শিবির করা যায়, সেই ব্যাপারে সম্পত্তি কর মূল্যায়ন এবং রাজস্ব আদায় বিভাগের কাছে কাউন্সিলরদেরকে মতামত জানাতে হবে বলেও জানানো হয়েছে চিঠিতে । 'দুয়ারে পুরসভা' শিবিরে মূলত নতুন মিউটেশন, বকেয়া কর আদায়, সম্পত্তির মূল্যায়ণ-সহ সম্পত্তি কর সংক্রান্ত সমস্যার সমাধান মিলবে বলেই জানা গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details