পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপির বিনামূল্যে ভ্যাকসিন প্রতিশ্রুতি আসলে জুমলা : ডেরেক - Derek O'brien

ভোটের বাংলায় আজ ফের বড় প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। তারা ঘোষণা করে, বিধানসভা নির্বাচনে জিতে বাংলায় ক্ষমতায় এলে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে ।

derek
derek

By

Published : Apr 23, 2021, 7:37 PM IST

কলকাতা, 23 এপ্রিল : বিজেপির ‘বিনামূল্যে ভ্যাকসিন’ আসলে জুমলা । শুক্রবার এই সুরেই বিজেপির ভ্যাকসিন টুইটের জবাব দিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন একটি ভিডিয়ো প্রকাশ করে বলেন, ‘‘বিজেপির প্রথাগত মিথ্যাচারের মধ্যে অন্যতম এটি । বিহারে নির্বাচন চলাকালীন বিহারের মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পর সেই রাজ্যের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি তাঁরা।’’

তিনি আরও বলেন, ‘‘বিজেপির প্রতিশ্রুতি মতো বিহারের মানুষ কিন্তু এখনও বিনামূল্যে ভ্যাকসিন পাননি । ভোট হয়ে যাওয়ার পর বিজেপি তার নির্বাচনী প্রতিশ্রুতি ভুলে গিয়েছে । একইভাবে এ রাজ্যের মানুষকেও বিনামূল্যে ভ্যাকসিনের প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি । এটা আদতে জুমলা ছাড়া আর কিছু নয় । মানুষকে অনুরোধ বিজেপির মিথ্যা প্রতিশ্রুতিতে কান দেবেন না। বিজেপিকে বিশ্বাস করবেন না।’’

বিজেপির বিনামূল্যের ভ্যাকসিন প্রতিশ্রুতি নিয়ে ডেরেকের মন্তব্য


উল্লেখ্য, ভোটের বাংলায় আজ ফের বড় প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। তারা ঘোষণা করে, বিধানসভা নির্বাচনে জিতে বাংলায় ক্ষমতায় এলে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে । শুক্রবার বঙ্গ বিজেপির টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সহকারে একটি পোস্ট টুইট করা হয় । ওই টুইটে ঘোষণা করা হয়েছে, '‘পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই কোভিড-19 ভ্যাকসিন প্রত্যেককে বিনামূল্যে সরবরাহ করা হবে ।’’ বাংলায় এখনও বিধানসভা নির্বাচন শেষ হয়নি। আরও দু'দফার ভোট বাকি রয়েছে । তার মধ্যেই করোনা ভ্যাকসিন নিয়ে যে প্রতিশ্রুতি দিল পদ্মশিবির, তা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে । তবে রাজ্যের শাসকদল বিজেপির এই প্রচারকে আদৌ গুরুত্ব দিতে চাইছে না । বরং তারা একে জুমলা বলেই উড়িয়ে দিতে চাইছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details