পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাস্ক নেই , যত্রতত্র থুথু ফেললে ফাইন করুক রাজ্য সরকার, দাবি চিকিৎসকদের

মাস্ক না পরলে এবং যত্রতত্র থুথু ফেললে ফাইনের ব্যবস্থা করতে হবে । এমনটাই দাবি করলেন চিকিৎসকরা । তাঁদের দাবি সঠিকভাবে মাস্ক ব্যবহার করলে করোনার সাম্প্রতিক সংক্রমণের 90 শতাংশ নিয়ন্ত্রণ হয়ে যেত । চিকিৎসকদের অন্য একটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের যুগ্ম সম্পাদক চিকিৎসক রাজীব পাণ্ডে বলেন, "মাস্ক না পরলে রেল যেমন ফাইনের ব্যবস্থা করেছে , তেমনই রাজ্য সরকারের তরফেও ফাইনের ব্যবস্থা করা উচিত । করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য সঠিকভাবে মাস্ক পরতে হবে এবং যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ।"

মাস্ক নেই , যত্রতত্র থুথু ফেললে ফাইন করুক রাজ্য সরকার, দাবি চিকিৎসকদের
মাস্ক নেই , যত্রতত্র থুথু ফেললে ফাইন করুক রাজ্য সরকার, দাবি চিকিৎসকদের

By

Published : Apr 23, 2021, 11:04 PM IST

কলকাতা , 23 এপ্রিল : সঠিকভাবে মাস্ক ব্যবহার করা হলে করোনার সাম্প্রতিক সংক্রমণের 90 শতাংশ নিয়ন্ত্রণ হয়ে যেত । আর তা হলে এখন এত বেড, ভেন্টিলেটরের প্রয়োজন দেখা দিত না । করোনার সাম্প্রতিক পরিস্থিতি সামাল দিতে মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে । মাস্ক না পরলে এবং যত্রতত্র থুথু ফেললে ফাইনের ব্যবস্থা করতে হবে । এমনটাই দাবি করলেন চিকিৎসকরা ।
শুক্রবার স্বাস্থ্য দফতর জানিয়েছে , গত 24 ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 12 হাজার 876 জন এবং এর পাশাপাশি মৃত্যু হয়েছে 59 জনের । গতকাল রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 11 হাজার 948 জন এবং মৃত্যু হয়েছিল 56 জনের ।

করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্যে এই ধরনের পরিস্থিতির মধ্যে সরকারি চিকিৎসকদের একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডা: সজল বিশ্বাস বলেন, " সঠিকভাবে মাস্ক না পরলে এবং যত্রতত্র থুথু ফেলা হলে ফাইনের ব্যবস্থা করা দরকার । এ ক্ষেত্রে নিয়মিত নজরদারিও প্রয়োজন । কে মাস্ক পরছে না , এটা প্রশাসনের দেখা দরকার । তবে বেশ কিছু মানুষ, যারা দিন আনে দিন খায় , তাঁদের কাছে উপযুক্ত মানের মাস্ক কেনার জন্য টাকা নেই । মানুষ যাতে সুলভে মাস্ক ও স্যানিটাইজার পেতে পারেন তার জন্য সরকারি তরফে বন্দোবস্ত করা দরকার । "

এ বিষয়ে সজলবাবু আরও বলেন , " সবাই যথাযথভাবে মাস্ক পরছেন কি না সেটার জন্যও জনসচেতনতা বাড়ানো দরকার । কারণ বেশিরভাগ মানুষই জানেন না মাস্ক কীভাবে ব্যবহার করতে হয় । এটা যদি সবাই জানতো এবং মাস্ক ঠিক মতো পরতো তা হলে যত সংখ্যক সংক্রমণ এখন ঘটছে তার 90 শতাংশ নিয়ন্ত্রণ হয়ে যেত । তা হলে এত বেড, ভেন্টিলেটরের দরকারও হত না ।"

তিনি বলেন , "এত বড় গুরুত্বপূর্ণ কাজ প্রশাসন করবে না কেন ? ভোটের স্বার্থে কিছু বলা হচ্ছে না ‌। কারণ মানুষ যদি ক্ষেপে যায় , তা হলে হয়তো ভোট দেবেন না , তাই এই ভয়ে হয়ত বলছে না । কিন্তু এটা তো কাজের কথা হল না । হাজার হাজার মানুষ রাস্তায় পড়ে মরবেন, আর ভোটের স্বার্থ দেখা হবে, এটা তো হয় না ।"

আরও পড়ুন :ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্বস্বাস্থ্য সংস্থা

এ রাজ্যের চিকিৎসকদের অন্য একটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের যুগ্ম সম্পাদক চিকিৎসক রাজীব পাণ্ডে বলেন, "মাস্ক না পরলে রেল যেমন ফাইনের ব্যবস্থা করেছে , তেমনই রাজ্য সরকারের তরফেও ফাইনের ব্যবস্থা করা উচিত । করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য সঠিকভাবে মাস্ক পরতে হবে এবং যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details