পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Doctor Arrested for Rape Allegation: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার চিকিৎসক - বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার আরজিকরের চিকিৎসক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ৷ তারপর বিয়েতে গররাজি ৷ এই ঘটনায় নার্সিং ছাত্রীর অভিযোগে গ্রেফতার আরজিকরের চিকিৎসক (Doctor Arrested for Rape Allegation)৷

Doctor Arrested for Rape Allegation
ধর্ষণের অভিযোগে গ্রেফতার চিকিৎসক

By

Published : Jun 30, 2022, 6:12 PM IST

কলকাতা, 30 জুন: প্রতিশ্রুতি দিয়েও বিয়ে না-করার অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের নার্সিং ছাত্রীর (Doctor of R G Kar Hospital Arrested on Charges of Rape with Promise of Marriage)। আর তাতেই গ্রেফতার আরজিকরের চিকিৎসক সৌমজিৎ গড়াই ৷

2021 সালে ওই ছাত্রীর আত্মীয় শারীরিক অসুস্থতা নিয়ে আরজিকর হাসপাতালে ভর্তি হন । তখন এই চিকিৎসকই তাঁকে সুস্থ করে তোলেন। আর সেই সময় থেকে আলাপ হয় ওই ছাত্রীর সঙ্গে । তারপরই ঘনিষ্ঠতা বাড়ে ৷

অভিযোগ, ওই চিকিৎসক নার্সিংয়ের ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন । এরপর ক্রমশ ঘনিষ্ঠ হতে থাকেন তাঁরা । পাতিপুকুরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ওই চিকিৎসক । সেই ভাড়া বাড়িতে ওই ছাত্রীকে একাধিকবার নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত চিকিৎসক ৷ পরবর্তী সময়ে ওই নার্সিং পড়ুয়া বিয়ের কথা বললে তিনি তাতে রাজি না-হওয়ায় পুলিশের দ্বারস্থ হন ওই ছাত্রী । লেকটাউন থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় চিকিৎসককে ।

আরও পড়ুন :বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিশকর্মী

ABOUT THE AUTHOR

...view details