কলকাতা , 25 ফেব্রুয়ারি : 28 তারিখ ওড়িশায় অমিত শাহের সঙ্গে বৈঠক হওয়ার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সেজন্য ইতিমধ্যেই ওড়িশা রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এই পরিস্থিতিতে অমিত শাহর সঙ্গে বৈঠক ইশুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটাক্ষের সুর শোনা গেল BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায় ৷ বললেন "রাজ্যে CAA বিরোধী আন্দোলন ফ্লপ ৷ চিঠিপত্র পাঠিয়েও কাজ হচ্ছে না ৷ তাই হয়ত অমিত শাহর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ হয়ত অমিত শাহের সঙ্গে দেখা করে নমস্কার করে আসবেন৷"
মুখ্যমন্ত্রীকে নিয়ে কটাক্ষের সুর শোনা গেলেও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়টি ইতিবাচক বলেই মনে করছেন দিলীপবাবু ৷ তাঁর কথায়, "স্বচ্ছ-সুন্দর প্রশাসনের জন্য দুই সরকারের মধ্যে সমন্বয় থাকা দরকার ৷ অমিতজির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকে আমরা খারাপভাবে দেখছি না ৷ এটা ইতিবাচক দিক ৷ রাজ্যের জন্য এই পদক্ষেপ ভালো ৷"
অন্যদিকে, যাদবপুরের নির্বাচন নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের মন্তব্য ইশুতে দিলীপ ঘোষ বলেন , "তিনি বাংলার সাংবিধানিক প্রধান । যাদবপুর উদাহরণ হওয়া উচিত । নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের ঘটনা ঘটে তা এবার হয়নি । তাই যাদবপুর উদাহরণ হওয়া উচিত। যদি হিংসা না হয় তা হলে TMC-এর কী অবস্থা হয়, সেটা যাদবপুর দেখে বোঝা গিয়েছে। অহিংস পথে নির্বাচন আশা করা যায় না । এতে মনে হয় TMC খুশি হয়নি ।"
শুনে নিন দিলীপ ঘোষের বক্তব্য পাশাপাশি, দিল্লিতে রাজনৈতিক হিংসা নিয়ে দিলীপ ঘোষ বলেন, "জামিয়া মিলিয়ায় পুলিশ ঢুকিয়ে অত্যাচার করা হয়েছিল, তখন সেখান থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল । সাধারণ ছাত্রদের উপর অত্যাচারের জন্য সারা দেশ তোলপাড় হয়েছিল। গণতন্ত্র হত্যা করা হচ্ছে বলে সারা দেশ তোলপাড় হয়েছিল । আর আজ যখন উৎপাত হচ্ছে, আগুন জ্বলছে । তখন বলছে প্রশাসন কোথায় ? সরকার অনেক সহ্য করেছে । যারা দুস্কৃতী, বিদেশের পয়সায় বিরিয়ানি খেয়ে উৎপাত করছে, দেশের সুনাম নষ্ট করছে, তাদের সহ্য করেছে আমাদের সরকার। কিন্তু কংগ্রেস সরকারের আমলে পুলিশ পাঠিয়ে রামদেব বাবাসহ মহিলা পুলিশকে আধমরা করেছিল । এই সরকার পুলিশ পাঠিয়ে তা করতে পারত । কিন্তু, এই সরকার তা করেনি । এটাকে হাতিয়ার করে বলা হচ্ছে প্রশাসন নেই। আর যদি কড়া পদক্ষেপ নেয় তা হলে বিরোধীরা বলছে গণতন্ত্র নেই । বিরোধীরা ঠিক করুন কার দিকে থাকবেন । "