কলকাতা, 15 সেপ্টেম্বর: নির্বাচন কমিশনার নিয়োগ বিল বা সিইসি বিল নিয়ে সুর সপ্তমে তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ বৃহস্পতিবার দেশের প্রধান বিচারপতিকে সরিয়ে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ কমিটিতে এক কেন্দ্রীয় মন্ত্রীকে রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এর কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷
গতকালই দলকে এর বিরুদ্ধে সর্বাত্মক বিরোধিতার নির্দেশ দিয়েছিলেন তিনি ৷ এরপর এই বিষয়ে সরব হলেন ডেরেক ও'ব্রায়েন ৷ তিনি বলেন, "নরেন্দ্র মোদি এবং বিজেপি প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানেরই দখল নিতে চাইছে ৷ এটা সত্যিই লজ্জার ৷ একদিকে আমরা ভাষণ দিতে গিয়ে সংসদীয় গণতন্ত্রের কথা বলছি ৷ এদিকে আসন্ন বিশেষ অধিবেশনে এমন একটি বিল নিয়ে আসা হচ্ছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। এর থেকে একটা জিনিস পরিষ্কার যে, বিজেপি বুঝতে পেরে গিয়েছে তাদের সময় শেষ হয়ে আসছে ৷ 2024 সালে লোকসভা নির্বাচনের তারা পরাজিত হবে ৷ আর সেই পরাজয়ের ভয় থেকে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷"
এই নির্বাচন কমিশনার নিয়োগ বিল নিয়ে প্রথম থেকেই সরব তৃণমূল ৷ সংসদের বিশেষ অধিবেশনে এই বিল আনার কথা শোনামাত্রই কড়া প্রতিক্রিয়া দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার তিনি বলেন, "মগের মুলুক নাকি ! বিনাশকালে বুদ্ধিনাশ হচ্ছে ।"