পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update : বঙ্গে নিম্নচাপের ইঙ্গিত থাকলেও সইতে হবে অস্বস্তিকর গরম

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকলেও এখনই বৃষ্টির দেখা নেই ৷ তবে বাড়বে অস্বস্তিকর গরম (West Bengal Weather Forecast) ৷

By

Published : Mar 7, 2022, 7:08 AM IST

West Bengal Weather Update
বাংলার আবহাওয়া

কলকাতা, 7 মার্চ :বাড়তে থাকা তাপমাত্রায় রাশ টানতে এবার কি বঙ্গে নিম্নচাপের ভ্রুকূটি ? শীতের পর এবার বেলাশেষের বসন্তেও কি কাঁটা ছড়াবে বৃষ্টি ? আলিপুুর আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা গিয়েছে (West Bengal Weather Update) । এই নিম্নচাপ তৈরি হলে তা শ্রীলঙ্কার উপকূল ধরে অন্ধ্রপ্রদেশের দিকে এগোবে । বর্তমানে এই নিম্নচাপ রেখা বঙ্গোপসাগরের চেন্নাই উপকূল থেকে 270 কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে । ক্রমশ তা পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম দিকে সরে যাবে । ধীরে ধীরে এই রূপরেখা যত স্পষ্ট হবে, ততই বাড়বে বৃষ্টির সম্ভাবনা ।

তবে হাওয়া অফিসের এই অনুমান কতটা সঠিক তা বুঝতে আরও কয়েকটি দিন অপেক্ষা করতে হবে । আপাতত বৃষ্টির সম্ভাবনা সেভাবে দেখা যাচ্ছে না । বরং রৌদ্রোজ্জ্বল দিনে তাপমাত্রার পারদ চড়বে । দিনের বেলা তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে ও রাতের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস (Bengal Weather Forecast) ৷

বাইরে বেরোলে ইতিমধ্যেই রোদের তাপ যথেষ্ট গায়ে লাগছে ৷ রবিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস । দুটি তাপমাত্রাই ছিল স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ।

সোমবার রৌদ্রোজ্জ্বল দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 এবং 21 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে । ফলে বাড়বে অস্বস্তিকর গরম । এর মধ্যেই আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ৷ অন্যান্য বছরের তুলনায় এ বছর একটু দেরিতে শুরু হওয়ায় ছাত্র-ছাত্রীদের আবহাওয়াজনিত অস্বস্তির মধ্যেই পরীক্ষা দিতে হবে ৷

আরও পড়ুন :Madhyamik Examination : একগুচ্ছ সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে সোমবার থেকে রাজ্যে শুরু মাধ্যমিক পরীক্ষা

ABOUT THE AUTHOR

...view details