নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর :দিল্লি হাইকোর্টে (Delhi High Court) ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ কয়লা দুর্নীতি মামলায় (Coal Scam Case) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমন (ED Summon) থেকে রক্ষাকবচ পেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee) ৷ ইডির সমনে অন্তর্বতী স্থগিতাদেশের যে আর্জি তাঁরা জানিয়েছিলেন, আজ তা খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court)৷
তবে ইডির সমনকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক ও তাঁর স্ত্রী যে পিটিশন দাখিল করেছেন, সে বিষয়ে ইডির কী জবাব তা জানতে চেয়েছে আদালত ৷ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 27 সেপ্টেম্বর ৷
আগেই দিল্লি পাতিয়ালা হাউস কোর্ট রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে আগামী 30 সেপ্টেম্বর হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ৷ কয়লা পাচার কাণ্ডে ইডির আবেদনের ভিত্তিতে রুজিরাকে সশরীরে উপস্থিত থাকার সমন পাঠানো হয় ৷ এর আগে ইডির সমনে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টেরই দ্বারস্থ হয়েছিলেন রুজিরা। চলতি মাসেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে হাজিরার জন্য সমন পাঠিয়েছিল ইডি। অভিষেক ইডি দফতরে হাজিরা দিলেও তাঁর স্ত্রী হাজিরা দেননি । রুজিরা জানিয়েছিলেন, করোনা পরিস্থিতিতে দুই সন্তান রেখে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয় ।
আরও পড়ুন:Rujira Banerjeee: 30 সেপ্টেম্বর অভিষেকের স্ত্রী রুজিরাকে সমন দিল্লি আদালতের
ইডির দাবি, কয়লা পাচার কাণ্ডে রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে বারবার তলব করা হলেও তিনি হাজিরা দিচ্ছেন না ৷ ফলে রুজিরার বিরুদ্ধে আদালতে আবেদন জানায় ইডি ৷ তারই প্রেক্ষিতে অভিষেক-পত্নীকে তলব করে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট ৷ পাশাপাশি 21 সেপ্টেম্বর অভিষেককে ফের দিল্লিতে তলব করে ইডি । সেই সমনকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ৷ তিনি ও তাঁর স্ত্রী রুজিরার দাবি, করোনা পরিস্থিতিতে বারবার দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয় ৷