পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনার কোপ ,যাত্রী সুরক্ষার কথা ভেবে শহরে কমছে মেট্রো সংখ্যা - kavi subhash metro station to dakshineswar metro station

করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বিধ্বস্ত রাজ্য ৷ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর পরিবহন ব্যবস্থায় একাধিক বদল এনেছেন তিনি ৷ সেইমতো যাত্রী সপরক্ষার কথা ভেবে আজ থেকে মেট্রোর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিল মেট্রোরেল কতৃপক্ষ ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

By

Published : May 7, 2021, 9:24 AM IST

কলকাতা, 7 মে : করোনা-মানুষে টানাটানি চলছে নিত্যদিন ৷ এবার যাত্রী সুরক্ষার কথা ভেবেই শহরে মেট্রোরেলের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিল মেট্রোরেল কতৃপক্ষ ৷ 7 মে থেকে কমছে মেট্রোর সংখ্যা। আগামী সোমবার থেকে কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে মোট 216 টি মেট্রোর পরিবর্তে চলবে 192 টি মেট্রো। অন্যদিকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে আপ ও ডাউন মিলিয়ে 149টির পরিবর্তে চলবে 133 টি মেট্রো ৷ পাশাপাশি রবিবার করে দুই রুটে মোট 98 টির বদলে 82 টি মেট্রো চলবে ৷ মেট্রোরেল সূত্রে এমনটাই খবর ৷

রাজ্যে মারন ভাইরাসের গ্রাফ উধর্বমুখী ৷ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর মমতা জানিয়েছিলেন, বৃহস্পতিবার থেকে লোকাল ট্রেন দু’সপ্তাহের জন্য বন্ধ থাকবে। পাশাপাশি মেট্রোর সমখ্যা কমিয়ে 50 শতাংশ করার কথাও ঘোষণা করেন ৷ এবার সেইমতো মেট্রো সংখ্যা কমালো মেট্রোরেল কতৃপক্ষ ৷ পাশাপশি পরিবর্তিত হয়েছে সময়সূচিরও ৷ আগামী সোমবার থেকে সবকটি স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 8 টায় ৷ দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ রুটে শেষ ট্রেন ছাড়বে 7.48 মিনিটে । দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ ট্রেন ছাড়বে রাত আটটায় ৷

রবিবারের ক্ষেত্রে সব স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল দশটায় ৷ অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে শেষ মেট্রো ছা়ড়বে সন্ধ্যা 7 টা 48 মিনিটে ৷ আবার দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত আটটার সময়।

আরও পড়ুন :দলবদলুদের চাইল না বাংলা

ABOUT THE AUTHOR

...view details