পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Debangshu Bhattacharya: যুব তৃণমূলের রাজ্য কমিটি থেকে বাদ দেবাংশু, তালিকায় একাধিক মন্ত্রীর পুত্র-কন্যার নাম - তৃণমূলের যুব সংগঠন

বুধবার রাজ্যের যুব তৃণমূলের কমিটির সদস্যরের নাম ঘোষণা হয়েছে ৷ 47 জনের সেই কমিটির সভাপতি হিসেবে রয়েছেন সায়নী ঘোষ । তবে বাদ গিয়েছে দেবাংশু ভট্টাচার্যের নাম (Debangshu Bhattacharya removed from TMC Youth Committee) ৷

Etv Bharat
Debangshu Bhattacharya

By

Published : Nov 30, 2022, 8:33 PM IST

Updated : Nov 30, 2022, 9:11 PM IST

কলকাতা, 30 নভেম্বর: 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূলের তরফে দলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যের টিকিট না-পাওয়া নিয়ে অনেক জল্পনা ছড়িয়েছিল ৷ সেসময় দেবাংশু জানিয়েছিলেন, ভোটে লড়ার জন্য নিয়ম অনুযায়ী যে বয়সের প্রয়োজন সেই বয়স তখনও তাঁর হয়নি, তাই দল চাইলেও তাঁকে প্রার্থী করতে পারত না ৷ আর এবার দলের যুব সংগঠনের রাজ্য কমিটি থেকেই বাদ পড়লেন এই যুব নেতা (TMC Youth Committee) ৷

বুধবার রাজ্যের যুব তৃণমূলের কমিটির সদস্যরের নাম ঘোষণা হয়েছে ৷ 47 জনের সেই কমিটির সভাপতি হিসেবে রয়েছেন সায়নী ঘোষ । এছাড়াও এই কমিটিতে রয়েছেন প্রয়াত সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে, অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ, প্রয়াত সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে, শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়, প্রয়াত আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা গোস্বামী ৷ তবে তালিকায় নাম নেই দেবাংশু ভট্টাচার্যের ৷ এতদিন যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব সামলেছিলেন তিনি । কিন্তু এবার সেই পদেও আর তাঁকে ফেরানো হয়নি ৷ তালিকায় সংগঠনের সহ-সভাপতি পদে 4 জনের ও সাধারণ সম্পাদক পদে 17 জনের নাম রয়েছে ৷

যুব তৃণমূলের রাজ্য কমিটির সদস্যদের তালিকা

আরও পড়ুন: সুন্দরবনের গ্রামে সাধারণের মাঝে মিশে গেলেন মুখ্যমন্ত্রী

বিষয়টি নিয়ে দেবাংশু ভট্টাচার্যের কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷ তবে এদিন সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্ট করেন তিনি ৷ সেখানে দেবাংশু লেখেন, "লেফ্ট জব অ্যাট অল ইন্ডিয়া তৃণমূল ইউথ কংগ্রেস" ৷ তবে পোস্টটি পরে সরিয়ে দেন তৃণমূলের এই যুব নেতা ৷

Last Updated : Nov 30, 2022, 9:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details