কলকাতা, 28 মে : রাজ্যজুড়ে চলছে কড়া বিধিনিষেধ ৷ এতে অনেকটাই কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ পাশাপাশি রাজ্যে করোনায় সুস্থতার হার আশা জোগাচ্ছে ৷ বর্তমানে আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি ৷ রাজ্যে এখন করোনায় সুস্থতার হার 90.70 শতাংশ ৷
গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 13 হাজার 46 জন ৷ আজ সেটা কমে হয়েছে 12 হাজার 193 ৷ গতকালের থেকে করোনা পরীক্ষা বেড়েছে ৷ 28 মে-র সরকারি বুলেটিন বলছে গত 24 ঘণ্টায় 59 হাজার 188 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ তা সত্ত্বেও কমছে দৈনিক আক্রান্তের হার ৷ একদিনে 19 হাজার 396 জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৷ তবে মৃত্যুর সংখ্যা এখনও দেড়শোর কাছাকাছি ঘোরাফেরা করছে ৷ একদিনের রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন 145 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 148 ৷