কলকাতা, 17 মে: এ রাজ্যের দিঘা উপকূলে বুধবারই আছড়ে পড়বে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান । বুধবার দুপুর থেকে সন্ধের মধ্যে স্থলভাগে প্রবেশ করবে এই ঘূর্ণিঝড় । ঝড়ের গতিবেগ ঘণ্টায় 155 কিলোমিটারে পৌঁছাতে পারে বলে জানিয়ছে আলিপুর আবহাওয়া দপ্তর । ইতিমধ্যেই দিঘার মৎস্যজীবী এবং কৃষকদের সতর্ক করা হয়েছে ।
অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে । দক্ষিণ-পশ্চিম দিকে দিঘা থেকে যার আনুমানিক দূরত্ব 1130 কিলোমিটার । আলিপুর আবহাওয়া দপ্তর অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী 12 ঘণ্টায় শক্তি বৃদ্ধি করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে আমফান, এমনটাই আশঙ্কা করা হচ্ছে । আগামীকাল এই ঘূর্ণিঝড় উত্তর দিকে অগ্রসর করবে । 24 ঘন্টা পর এই ঘূর্ণিঝড় অভিমুখ পরিবর্তন করবে একটু বাঁক নিয়ে উত্তর-পূর্বে এগিয়ে যাবে । পশ্চিমবঙ্গের দিঘা উপকূল ও বাংলাদেশ হাতিয়া উপকূলের মধ্য দিয়ে অতিক্রম করবে আমফান । বুধবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান স্থলভাগে প্রবেশ করবে ।
19 তারিখ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে মূলত উত্তর 24 পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতার জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । বিক্ষিপ্তভাবে এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 20 তারিখ থেকে বাতাসের গতিবেগ বাড়বে এবং সেইসঙ্গে বাড়বে বৃষ্টির দাপট । দক্ষিণবঙ্গের সব জেলাতেই বুধবার ঝড়-বৃষ্টি হবে । উপকূলবর্তী জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে । উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টি হবে । মঙ্গলবার থেকে উপকূলের জেলাগুলোতে বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট । 45 থেকে 55 কিলোমিটার থাকবে হাওয়ার গতিবেগ । সর্বোচ্চ হওয়ার গতিবেগ থাকতে পারে 65 কিলোমিটার প্রতি ঘন্টায় । বুধবার থেকে ঝোড়ো হাওয়ার দাপট আরও বৃদ্ধি পাবে । 75 থেকে 85 কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছাতে পারে বাতাসের গতিবেগ । সর্বোচ্চ 95 কিলোমিটার প্রতি ঘণ্টাতেও পৌঁছে যেতে পারে । উপকূলের জেলাগুলোতে 120 থেকে 140 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট চলবে । সর্বোচ্চ 155 কিলোমিটার প্রতি ঘণ্টায় বেগে ঝোড়ো হাওয়া চলতে পারে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।
এর জন্য উপকূলের জেলাগুলোতে বিশেষ সর্তকতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে । বুধবার প্রবল ঝড় বৃষ্টি চলবে উপকূলের জেলাগুলোতে । সোমবার থেকেই সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের । যারা সমুদ্রে গেছেন তাদের ইতিমধ্যেই ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে । মঙ্গলবার থেকেই সমুদ্র উত্তাল হতে শুরু করবে । আমফান যত উপকূলের দিকে এগিয়ে আসবে তত বেশি উত্তাল হয়ে উঠবে সমুদ্র । কৃষকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । যারা এখনো বোরো ধান কাটেননি তাঁদের দ্রুত ধান কেটে গোলাজাত করার জন্য বলা হয়েছে । যেহেতু 19 ও 20 তারিখ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে । ফলে এই সময় নতুন করে ফসল বপন করতেও নিষেধ করা হয়েছে ।