কলকাতা, 17 সেপ্টেম্বর:'ইন্ডিয়া' জোট সম্প্রসারণের জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম । দিল্লিতে দলের দু'দিনের পলিটব্যুরো বৈঠকের পর রবিবার এমনটাই জানিয়েছেন সীতারাম ইয়েচুরি-রা । তবে, দলের তরফে এও বলা হয়েছে যে, 'ইন্ডিয়া' জোটের পরিধি বাড়াতে গিয়ে এমন কোনও সাংগঠনিক কাঠামো তৈরি করা উচিত হবে না যা পরিবর্তীতে কোনও সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে ৷
অর্থাৎ, দেশের বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে পারস্পরিক যে সম্পর্ক ও অবস্থান রয়েছে, 'ইন্ডিয়া' জোটের পরিধি বাড়াতে গিয়ে তাতে যাতে কোনও প্রভাব না পড়ে, সেই বিষয়টিই এদিন উল্লেখ করা হয়েছে সিপিএম পলিট ব্যুরোর তরফে ৷ তবে সিপিএমের এই বক্তব্যের ফলে নতুন করে বিতর্ক সৃষ্টি হতে পারে বলেও রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন । কারণ, সিপিএম যে সাংগঠনিক বাধার কথা বলছে, তা আগামী দিনে 'ইন্ডিয়া' জোটের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ।
লোকসভা নির্বাচনের নিরিখে 'ইন্ডিয়া' জোটে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলগুলি আসন সমঝোতার ক্ষেত্রে দলাদলিতে জড়িয়ে পড়তে পারে, সেই আশঙ্কা রয়েছে ৷ বিশেষ করে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং বামেদের মধ্যে পারস্পরিক বিরোধিতা যেমন রয়েছে, ঠিক তেমনি দিল্লি ও পাঞ্জাবেও আপের সঙ্গে কংগ্রেসের আসন বন্টনের বিষয়টি বেশ জটিল ৷ যদিও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো বলেছে, ভারতীয় প্রজাতন্ত্রের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক চরিত্র, সংবিধান, গণতন্ত্র ,জনগণের মৌলিক অধিকার এবং নাগরিক স্বাধীনতা রক্ষার প্রচেষ্টাকে শক্তিশালী করার জন্য 'ইন্ডিয়া' জোটকে আরও একত্রীকরণ এবং সম্প্রসারণের লক্ষ্যেই কাজ করা হবে ৷ এর জন্য বিজেপিকে কেন্দ্রীয় সরকার ও রাজ্যের ক্ষমতা নিয়ন্ত্রণ থেকে দূরে রাখতে হবে ।
আরও পড়ুন: তেলেঙ্গানাবাসীকে 6 প্রতিশ্রুতি সোনিয়ার, কেসিআরকে বিঁধলেন রাহুল
পলিট ব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে পটনা, বেঙ্গালুরু এবং মুম্বইতে 'ইন্ডিয়া' ব্লকের শেষ তিনটি সভায় সিপিআই (এম) বিজেপি বিরোধীদলগুলির সংঘবদ্ধ অবস্থানকে সমর্থন করেছে, যাতে দেশজুড়ে একের পর এক জনসভার আয়োজন করা হয় এবং আসন্ন নির্বাচনে বিজেপির পরাজয় নিশ্চিত করতে জনগণকে একত্রিত করা হয় সেই উদ্যোগ নেওয়া হবে । 'ইন্ডিয়া' জোটকে আরও প্রসারিত করা এবং এই প্রচেষ্টায় জন আন্দোলনের উল্লেখযোগ্য অংশগুলিকে যুক্ত করার জন্য সচেষ্ট হওয়া উচিত ৷ সিপিএম সূত্রে খবর, 'ইন্ডিয়া'র সমন্বয় কমিটিতে