পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

COVID Restrictions in Bengal : দোলে নৈশকালীন বিধিনিষেধে ছাড় দিলেও, 31 মার্চ পর্যন্ত বাড়ল করোনাবিধি - পশ্চিমবঙ্গে বাড়ল করোনা বিধি

দোল ও হোলির জন্য করোনা বিধিতে ছাড় দিল রাজ্য ৷ তবে তা মিটতেই ফের লাগু হবে করোনা বিধিনিষেধ (COVID Restrictions in Bengal) ৷ চলবে 31 মার্চ পর্যন্ত ৷

COVID Restrictions in West Bengal
বঙ্গের করোনাবিধি

By

Published : Mar 15, 2022, 10:29 PM IST

কলকাতা, 15 মার্চ :রাজ্যে বাড়ল করোনাকালীন বিধিনিষেধ ৷ 31 মার্চ পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে বলে জানিয়েছে নবান্ন (COVID Restrictions in West Bengal Increased till 31 March) ৷ এই মুহূর্তে রাজ্যে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে । গত এক সপ্তাহের বেশি সময় ধরে আক্রান্তের সংখ্যা নিম্নমুখী ৷ শুধু সংক্রমণই নয়, উল্লেখযোগ্যভাবে কমেছে মৃতের সংখ্যাও ৷

তবে এই অবস্থাতেও করোনাকালীন বিধিনিষেধ পুরোপুরি তুলে দিতে চাইছে না রাজ্য সরকার । বরং করোনাকালীন বিধিনিষেধ আরও 15 দিন বৃদ্ধি করা হল ৷ মঙ্গলবার নবান্নের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, রাত্রিকালীন বিধিনিষেধ কিছুটা শিথিল করলেও রাত্রি 12টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জারি থাকবে করোনা বিধি । তবে দোলের কারণে 17 মার্চ বৃহস্পতিবার রাত্রিকালীন বিধিনিষেধ তুলে দেওয়া হল । দোলের আগের দিন ন্যাড়া পোড়ানো বা হোলিকা দহনের জন্য নৈশ কার্ফু শিথিল থাকবে । তবে বিধিনিষেধ চলাকালীন মাস্ক পরার পাশাপাশি শারীরিক দূরত্বও বজায় রাখতে হবে ৷

মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় ধীরে-ধীরে কোভিড বিধিনিষেধ শিথিল করার পথে রাজ্য সরকার । শিক্ষা প্রতিষ্ঠান-সহ বিভিন্ন বিনোদন কেন্দ্র যেমন খুলে দেওয়া হয়েছে, তেমনই নৈশ কার্ফুতেও অনেকটা ছাড় দেওয়া হয়েছে । তবে এখনই বিধিনিষেধ পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে না । গত মাসেই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল 15 মার্চ পর্যন্ত করোনা বিধি বজায় থাকবে । সেই সময়সীমা শেষ হওয়ার আগে মঙ্গলবার সন্ধ্যায় সেই বিধিনিষেধ 31 মার্চ পর্যন্ত বর্ধিত করা হল ৷

আরও পড়ুন :Corona Update in Bengal : রাজ্যে সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত 1

ABOUT THE AUTHOR

...view details