কলকাতা, 3 অগাস্ট : কোরোনায় রাজ্য একদিনে রেকর্ড মৃত্যু ৷ শেষ 24 ঘণ্টায় রাজ্যে মোট মৃত্যু হয়েছে 53 জনের । 2716 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । এই নিয়ে রাজ্যে মোট সংক্রমণ বেড়ে হল 78 হাজার 232 । এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট মৃত্যু হয়েছে 1731 জনের ।
আজ কোরোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন 2088 জন । রাজ্যে এখনও পর্যন্ত 54 হাজার 818 জন মানুষ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন । এই মুহূর্তে ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন 21 হাজার 683 জন । রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার 70.07 শতাংশ । গতকালের তুলানায় কিছুটা হলেও বেড়েছে সুস্থতার হার । গতকাল সুস্থতার হার ছিল 69.41 শতাংশ ।
রাজ্যে গতকাল পর্যন্ত 9 লাখ 34 হাজার 537 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । আজ 22 হাজার 122 টি নমুনা পরীক্ষা করা হয় । সব মিলিয়ে এ পর্যন্ত মোট 9 লাখ 56 হাজার 659 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । প্রতি দশ লাখে 10 হাজার 630 জনের নমুনা পরীক্ষা হয়েছে । নমুনা পরীক্ষার পর বর্তমানে কোরোনায় আক্রান্তের হার 8.18 শতাংশ । এই মুহূর্তে রাজ্যে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা 57 । এই সপ্তাহে নতুন করে কোনও ল্যাবরেটরি যুক্ত হয়নি । একটি ল্যাবরেটরি এখনও অনুমোদনের অপেক্ষায় ৷
বর্তমানে রাজ্য়ে সরকারি কোয়ারানটিন সেন্টারের সংখ্যা 582 । বর্তমানে সেখানে 3 হাজার 75 জন রয়েছে । এ পর্যন্ত সরকারি কোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছে 1 লাখ 5 হাজার 586 জন । এখনও পর্যন্ত হোম কোয়ারানটিনে মোট 4 লাখ 17 হাজার 979 জন রয়েছে । এই মুহূর্তে হোম কোয়ারানটিনে রয়েছে 32 হাজার 490 জন । ছাড়া পেয়েছে 3 লাখ 85 হাজার 489 জন ।
রাজ্যে সেফ হোম সেন্টারের সংখ্যা 106টি । বর্তমানে 6,908টি বেড রয়েছে সেফ হোম সেন্টারগুলিতে । এই মুহূর্তে সেফ হোম সেন্টারে রোগীর সংখ্যা 1,711 ।এই মুহূর্তে রাজ্যে কোরোনা হাসপাতালের সংখ্যা 83 । এর মধ্যে 28 টি সরকারি ও 55 টি বেসরকারি । কোরোনা হাসপাতালগুলিতে মোট শয্য়ার সংখ্যা 11 হাজার 560 । ICU যুক্ত শয্যার সংখ্যা 948 । এই মুহূর্তে হাসপাতালগুলিতে মোট ভেন্টিলেটরের সংখ্যা 395 ।