পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Group C Counseling: নিয়োগ দুর্নীতির মাঝেই গ্রুপ সি চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং, বিজ্ঞপ্তি জারি করল কমিশন

গ্রুপ সি চাকরিপ্রার্থীদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে । এই তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁদের প্রত্যেককে কাউন্সেলিংয়ের (Counseling for Group C Job Aspirants) জন্য ডাকা হবে ৷

Etv Bharat
গ্রুপ 'সি' চাকরিপ্রার্থীদের জন্য কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি কমিশনের

By

Published : Mar 17, 2023, 11:09 PM IST

কলকাতা, 17 মার্চ: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে গ্রুপ সি চাকরিপ্রার্থীদের নয়া তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। শুক্রবার একটি বিবৃতি জারি করা হয়েছে কমিশনের তরফে ৷ সেখানে বলা হয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, 2016 সালের গ্রুপ সি চাকরিপ্রার্থীদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে । এই তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁদের প্রত্যেককে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে (Counseling for Group C Job Aspirants)। এই তালিকা প্রার্থীদের মেধা, বিভাগ মেনে তৈরি করা হয়েছে ৷ গ্রুপ সি চাকরিপ্রার্থীদের যে মামলা আদালতে চলছে তার ভিত্তিতে কমিশনকে এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ সেই অনুযায়ী এই তালিকা প্রকাশ করেছে কমিশন।

বিবৃতিতে লেখা রয়েছে, যে সমস্ত প্রার্থীদের নাম এই তালিকায় প্রকাশিত হয়েছে, তাঁদের আগামী 23 মার্চ সকাল 10.30-এ প্রথম পর্বের কাউন্সেলিংয়ের জন্য উপস্থিত হতে হবে ৷ যে সমস্ত প্রার্থীদের নাম তালিকায় রয়েছে তাদের প্রত্যেককে একটি চিঠি পাঠানো হয়েছে কমিশনের তরফে ৷ সেই চিঠি তাঁরা ডাউনলোড করতে পারবেন কমিশনের ওয়েবসাইট থেকে ৷ বৈধ চিঠি ছাড়া কাউকেই কাউন্সেলিংয়ে ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে ৷

কোনও প্রার্থী যদি কোনওভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন তাহলে তালিকা থেকে বাদ দেওয়া হবে তাঁর নাম । রাজ্যে নিয়োগ দুর্নীতির তদন্তে কোনঠাসা সরকার ৷ তার মধ্যেই এই কথা সাফ জানিয়ে দিয়েছে কমিশন ৷ পাশাপাশি সমস্ত রকম নথিও আনতে বলা হয়েছে প্রার্থীদের ৷ কেউ উপস্থিত থাকতে না-পারলে তাঁর আর কাউন্সেলিং করা হবে না বলা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে । অবশ্য অনুপস্থিতির উপযুক্ত কারণ দেখাতে পারলে তা খতিয়ে দেখবে এসএসসি।

আরও পড়ুন: সাগরদিঘিতে হারলেও সংখ্যালঘুদের সমর্থন হারায়নি তৃণমূল, বৈঠকে বার্তা মমতার

প্রসঙ্গত, সাম্প্রতিককালে রাজ্যে নিয়োগ দুর্নীতির (Recruitment corruption) মধ্যে কাউন্সেলিং করার কথা জানিয়েছে এসএসসি। গ্রুপ সি মামলায় দীর্ঘদিন ধরনায় বসেছেন প্রার্থীরা। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বিধায়ক মানিক ভট্টাচার্য, যুবনেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নাম উঠে এসেছে ৷ উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা ৷ তদন্ত চালাচ্ছে সিবিআই (CBI), ইডি (ED) । সামনে আসছে একের পর এক বড় নাম। তার মধ্যে গ্রুপ সি প্রার্থীদের এই কাউন্সেলিং প্রক্রিয়া কতদিন চলে সেটাই এখন দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details