কলকাতা, 17 মার্চ: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে গ্রুপ সি চাকরিপ্রার্থীদের নয়া তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। শুক্রবার একটি বিবৃতি জারি করা হয়েছে কমিশনের তরফে ৷ সেখানে বলা হয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, 2016 সালের গ্রুপ সি চাকরিপ্রার্থীদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে । এই তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁদের প্রত্যেককে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে (Counseling for Group C Job Aspirants)। এই তালিকা প্রার্থীদের মেধা, বিভাগ মেনে তৈরি করা হয়েছে ৷ গ্রুপ সি চাকরিপ্রার্থীদের যে মামলা আদালতে চলছে তার ভিত্তিতে কমিশনকে এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ সেই অনুযায়ী এই তালিকা প্রকাশ করেছে কমিশন।
বিবৃতিতে লেখা রয়েছে, যে সমস্ত প্রার্থীদের নাম এই তালিকায় প্রকাশিত হয়েছে, তাঁদের আগামী 23 মার্চ সকাল 10.30-এ প্রথম পর্বের কাউন্সেলিংয়ের জন্য উপস্থিত হতে হবে ৷ যে সমস্ত প্রার্থীদের নাম তালিকায় রয়েছে তাদের প্রত্যেককে একটি চিঠি পাঠানো হয়েছে কমিশনের তরফে ৷ সেই চিঠি তাঁরা ডাউনলোড করতে পারবেন কমিশনের ওয়েবসাইট থেকে ৷ বৈধ চিঠি ছাড়া কাউকেই কাউন্সেলিংয়ে ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে ৷