কলকাতা, 17 সেপ্টেম্বর: মাদ্রিদের পাঠ চুকল। এবার গন্তব্য বার্সেলোনা। পাঁচ বছর বাদে শিল্পের সন্ধানে স্পেনে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। গত কয়েকদিন মাদ্রিদে সেখানকার শিল্প মহল থেকে শুরু করে ক্রীড়াক্ষেত্রে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ, রবিবার মাদ্রিদ থেকে তিনি যাবেন বার্সেলোনা। মুখমন্ত্রীর বার্সেলোনা যাত্রাও এবার গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ মাদ্রিদ থেকে এই বার্সেলোনা সফর মুখ্যমন্ত্রী যাবেন ট্রেনে। মাদ্রিদ থেকে বার্সেলোনা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ট্রেন সফর নিয়ে বিদেশ সফর শুরুর আগে থেকেই এক্সাইটেড ছিলেন মুখ্যমন্ত্রী।
অতীতে দীর্ঘদিন রেল মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। সেসময় সাংবাদিক ও আধিকারিকদের নিয়ে রেলযাত্রা করতে দেখা যেত তৎকালীন রেলমন্ত্রীকে। এখন অবশ্য বেশিরভাগ সময় বিমানেই যাতায়াত করেন তিনি। এবার তাই মাদ্রিদ থেকে বার্সেলোনা পর্যন্ত ট্রেনে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেনের সময় দুপুর সাড়ে বারোটা নাগাদ (ভারতীয় সময় বিকেল চারটে) মাদ্রিদ থেকে রওনা হবেন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাবেন এদেশ থেকে যাওয়া সাংবাদিক আধিকারিক ও বণিক মহলের প্রতিনিধি দলও।