পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee in Spain: স্পেন সফরের পঞ্চম দিন, ট্রেনে আজ মাদ্রিদ থেকে বার্সেলোনার পথে মমতা - Mamata Banerjee in Spain

স্পেন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ পঞ্চম দিন ৷ মাদ্রিদের মন জয় করে রবিবারই ভারতীয় সময় বিকেল চারটে নাগাদ বার্সেলোনার পথে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সফর ট্রেনে।

Mamata Banerjee in Spain
ছবি সৌ: টুইটার

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 4:11 PM IST

Updated : Sep 17, 2023, 5:27 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর: মাদ্রিদের পাঠ চুকল। এবার গন্তব্য বার্সেলোনা। পাঁচ বছর বাদে শিল্পের সন্ধানে স্পেনে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। গত কয়েকদিন মাদ্রিদে সেখানকার শিল্প মহল থেকে শুরু করে ক্রীড়াক্ষেত্রে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ, রবিবার মাদ্রিদ থেকে তিনি যাবেন বার্সেলোনা। মুখমন্ত্রীর বার্সেলোনা যাত্রাও এবার গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ মাদ্রিদ থেকে এই বার্সেলোনা সফর মুখ্যমন্ত্রী যাবেন ট্রেনে। মাদ্রিদ থেকে বার্সেলোনা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ট্রেন সফর নিয়ে বিদেশ সফর শুরুর আগে থেকেই এক্সাইটেড ছিলেন মুখ্যমন্ত্রী।

অতীতে দীর্ঘদিন রেল মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। সেসময় সাংবাদিক ও আধিকারিকদের নিয়ে রেলযাত্রা করতে দেখা যেত তৎকালীন রেলমন্ত্রীকে। এখন অবশ্য বেশিরভাগ সময় বিমানেই যাতায়াত করেন তিনি। এবার তাই মাদ্রিদ থেকে বার্সেলোনা পর্যন্ত ট্রেনে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেনের সময় দুপুর সাড়ে বারোটা নাগাদ (ভারতীয় সময় বিকেল চারটে) মাদ্রিদ থেকে রওনা হবেন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাবেন এদেশ থেকে যাওয়া সাংবাদিক আধিকারিক ও বণিক মহলের প্রতিনিধি দলও।

তিন ঘণ্টার সফরের জন্য ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের তরফ থেকে একটা গোটা কামরা রিজার্ভেশন করা হয়েছে। এই রিজার্ভেশন কামরাতেই তাঁরা বার্সেলোনা যাবেন। ট্রেনের যাত্রাপথের অনেকটাই ভূমধ্যসাগরের উপকূল ঘেঁষে। ফলে সব মিলিয়ে আজকের যাত্রা যথেষ্ট আকর্ষণীয় হবে বলেই মনে করা হচ্ছে। রবিবারের তাঁর কর্মসূচি বলতে এটাই। আগামিকাল থেকে আবার বার্সেলোনাতে তাঁদের কর্মসূচি রয়েছে। তারমধ্যে শিল্প সম্মেলন থেকে শুরু করে একাধিক কর্মসূচি রয়েছে তাঁদের।

অতীতেও বিদেশ সফরে গিয়ে এভাবে ট্রেন তথা পাবলিক ট্রান্সপোর্টে চড়ার অভিজ্ঞতা রয়েছে মুখ্যমন্ত্রীর। তারপর ফিরে এসে বাংলায় এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন রূপরেখাও তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রেন সফর থেকে এরকম কোনও ভবিষ্যৎ পরিকল্পনা উঠে আসে কি না, সেটাই দেখার।

আরও পড়ুন:স্যান্তিয়াগো বার্নাব্যুতে মুখ্যমন্ত্রী, সৌরভকে নিয়ে ঘুরে দেখলেন রিয়ালের ট্রফি ক্যাবিনেট

Last Updated : Sep 17, 2023, 5:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details