পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টিফিনের টাকা বাঁচিয়ে মুখ্যমন্ত্রীর তহবিলে অনুদান, কচিকাঁচাদের আন্তরিকতায় মুগ্ধ মমতা - Mamata Banerjee fascinated by the heartiness of School Students those donate from their pocket money

আর্থিক সাহায্যকারীদের মধ্যে স্কুলের কচিকাঁচারাও রয়েছেন । তাদের এই মানবিকতায় মুগ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : May 6, 2020, 10:51 AM IST

কলকাতা, 6 মে : মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে আর্থিক সাহায্য করলেন যাদবপুর-টালিগঞ্জ এলাকার সর্বস্তরের মানুষ । দান করলেন প্রায় 42 লাখ টাকা । আর এই আর্থিক সাহায্যকারীদের মধ্যে স্কুলের কচিকাঁচারাও রয়েছে । তাদের এই মানবিকতায় মুগ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

কোরোনা মোকাবিলায় গতকাল যাদবপুর-টালিগঞ্জ এলাকা থেকে মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে সাহায্য করার জন্য অর্থ সংগ্রহ করা হয় । সেই তালিকায় বিভিন্ন ক্লাব সংগঠন থেকে শুরু করে সমাজসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক কর্মী, সাধারণ মানুষ-সহ সর্বস্তরের মানুষ রয়েছেন । তালিকায় রয়েছে স্কুলের কচিকাঁচারাও । তারা সারা বছর টিফিনের টাকা বাঁচিয়ে যা সঞ্চয় করেছিল তা সাহায্যের জন্য দিয়ে দেয় । সংগৃহীত হয় 41 লাখ 50 হাজার 500 টাকা । চেকটি মুখ্যমন্ত্রীর তহবিলে তুলে দেন রাজ্যের যুব কল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস ।

অরূপ বিশ্বাসের কাছ থেকে চেক পাওয়ার পর সকলকে কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছাবার্তা পাঠান মমতা । সেই বার্তায় স্কুলের কচিকাঁচাদের বিশেষ উল্লেখ করেন তিনি । জানান, তাদের মানবিকতায় তিনি মুগ্ধ । মুখ্যমন্ত্রী লেখেন, "কয়েকজন ছাত্র-ছাত্রী তাদের টিফিনের পয়সা জমিয়ে রাজ্য সরকারকে স্বতঃস্ফূর্তভাবে যে অনুদান দিয়েছে সেই আন্তরিকতায় আমি কৃতজ্ঞ । এই দান মানুষের কাজে লাগবে ।"

ABOUT THE AUTHOR

...view details