পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Condoles Aindrila Death: অদম্য মনোবল নিয়ে ঐন্দ্রিলার লড়াই দৃষ্টান্ত হয়ে থাকবে: মমতা - ঐন্দ্রিলা শর্মা

অদম্য মনোবল নিয়ে ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma Passes Away) লড়াই দৃষ্টান্ত হয়ে থাকবে ৷ অভিনেত্রীর প্রয়াণে শোক প্রকাশ করে এ কথা বললেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Condoles Aindrila Death)৷

CM Mamata Banerjee condoles Aindrila Sharma death
অদম্য মনোবল নিয়ে ঐন্দ্রিলার লড়াই দৃষ্টান্ত হয়ে থাকবে: মমতা

By

Published : Nov 20, 2022, 3:58 PM IST

কলকাতা, 20 নভেম্বর: অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma Passes Away) অকালপ্রয়াণে শোকস্তব্ধ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ অভিনেত্রীর (Mamata Condoles Aindrila Death) জীবন সংগ্রাম দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানিয়েছেন তিনি ৷

ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর শোকপ্রকাশ করে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লিখেছেন, "বিশিষ্ট অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার অকাল-প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি । তিনি আজ হাওড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । প্রতিশ্রুতিময়ী তরুণী এই অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র 24 বছর । তাঁর অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিয়াল ঝুমুর, মহাপীঠ তারাপীঠ, জীবন জ্যোতি, জীবন কথা, জিয়নকাঠি ইত্যাদি । এছাড়াও তিনি কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন । পশ্চিমবঙ্গ সরকার তাঁকে এ বছর 'অসাধারণ প্রত্যাবর্তন' বিভাগে টেলি সম্মান অ্যাওয়ার্ড প্রদান করেছে ।"

ঐন্দ্রিলা শর্মার জীবনযুদ্ধকে কুর্নিশ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, "মারণরোগের বিরুদ্ধে অদম্য মনোবল নিয়ে তিনি যেভাবে লড়াই করেছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে । তাঁর ট্র্যাজিক প্রয়াণ অভিনয় জগতের এক বড় ক্ষতি । আমি ঐন্দ্রিলা শর্মার পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।"

আরও পড়ুন:জিয়নকাঠির জাদু ব্যর্থ করে অস্তাচলে ঐন্দ্রিলা, একনজরে জীবনযুদ্ধের কাহিনি

আগে ক্যানসারকে জয় করেছিলেন ৷ তবে 1 নভেম্বর অভিনেত্রীর স্ট্রোক হয় ৷ মাথায় রক্ত জমাট বাঁধে ৷ সঙ্গে সঙ্গে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ কিন্তু দিনে দিনে তাঁর শারীরিক অবস্থা আরও আশংকাজনক হতে থাকে ৷ এরপর তিনি হৃদরোগে আক্রান্ত হন ৷ 20 দিন ধরে এ ভাবে লড়াই চালিয়ে গেলেও শেষ রক্ষা হল না ৷ আজ সকালে চিরঘুমে শায়িত হন ঐন্দ্রিলা শর্মা (Mamata Banerjee condoles Aindrila Sharma death)৷

ABOUT THE AUTHOR

...view details