কলকাতা, 20 নভেম্বর: অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma Passes Away) অকালপ্রয়াণে শোকস্তব্ধ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ অভিনেত্রীর (Mamata Condoles Aindrila Death) জীবন সংগ্রাম দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানিয়েছেন তিনি ৷
ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর শোকপ্রকাশ করে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লিখেছেন, "বিশিষ্ট অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার অকাল-প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি । তিনি আজ হাওড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । প্রতিশ্রুতিময়ী তরুণী এই অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র 24 বছর । তাঁর অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিয়াল ঝুমুর, মহাপীঠ তারাপীঠ, জীবন জ্যোতি, জীবন কথা, জিয়নকাঠি ইত্যাদি । এছাড়াও তিনি কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন । পশ্চিমবঙ্গ সরকার তাঁকে এ বছর 'অসাধারণ প্রত্যাবর্তন' বিভাগে টেলি সম্মান অ্যাওয়ার্ড প্রদান করেছে ।"