কলকাতা, 18 ফেব্রুয়ারি : প্রাক্তন সাংসদ তাপস পালের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রোজ়ভ্যালিকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর থেকেই দলের কাজে তাপস পালকে সেভাবে আর দেখা যায়নি । জানিয়েছিলেন, তিনি অসুস্থ ।
আলিপুর বিধানসভা থেকে তৃণমূলের তরফে দু'বার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তাপস পাল । কৃষ্ণনগর থেকে দু'বারের সাংসদ ছিলেন । কৃষ্ণনগরে দ্বিতীয় দফায় সাংসদ হওয়ার পর তাঁর রাজনৈতিক জীবনে বিতর্কের সূত্রপাত হয় । কৃষ্ণনগরে গিয়ে এক সভায় নিজেকে চন্দননগরের "মাল" বলেন । এমন কী, বিরোধীদের "ঘরে ছেলে ঢুকিয়ে দেওয়ার"ও হুমকি দেন । তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে তপ্ত হয়েছিল রাজনীতি । বিরোধীদের সমালোচনার শিকার হন । তাঁর এই মন্তব্যের সমালোচনা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তারপর থেকেই কৃষ্ণনগরে আসা কমে যায় তাঁর । দলের একাংশের সঙ্গে দূরত্ব বাড়ে ।