পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় মৃত চিকিৎসকের স্ত্রীকে চাকরির নিয়োগপত্র দিলেন মুখ‍্যমন্ত্রী - কলকাতা কোরোনা

9 সেপ্টেম্বর মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে কোরোনায় আক্রান্ত হয়ে 32 বছর বয়সি এক চিকিৎসকের মৃত্যু হয়। তাঁর স্ত্রীর হাতেই আজ চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ।

Corona
Corona

By

Published : Oct 6, 2020, 5:16 PM IST

Updated : Oct 6, 2020, 7:59 PM IST

কলকাতা, 6 অক্টোবর: কোরোনায় মৃত চিকিৎসকের স্ত্রীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 9 সেপ্টেম্বর মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে কোরোনায় আক্রান্ত হয়ে 32 বছর বয়সি ওই চিকিৎসকের মৃত্যু হয়। মৃত ওই চিকিৎসক মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনোকোলজি বিভাগে কর্মরত ছিলেন ।

29 সেপ্টেম্বর স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে বৈঠক করেছিল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের চার সদস্যের এক প্রতিনিধি দল । ওই বৈঠকে চিকিৎসকদের এই সংগঠনের তরফে বিভিন্ন দাবি পেশ করা হয়েছিল । যার মধ্যে ছিল, এ রাজ‍্যে কোরোনায় মৃত দুই চিকিৎসকের স্ত্রীদের চাকরির বিষয়টিও । এই দুই চিকিৎসকের মধ্যে একজন সরকারি হাসপাতালে এবং অন্যজন বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন ।

চিকিৎসকের এই সংগঠনের তরফে ওই দিন বলা হয় যে, ওই দিন পর্যন্ত এরাজ্যে কোরোনায় আক্রান্ত যে 48 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে, তাঁদের তালিকা রাজ্যের স্বাস্থ্যসচিবের হাতে তুলে দেওয়া হয়েছে । মৃত এই সব চিকিৎসককে সরকার স্বীকৃতি দেবে বলেও ওই দিনের বৈঠকে WBDF-এর প্রতিনিধিদের জানানো হয়েছে । সরকারি এবং বেসরকারি, উভয় ক্ষেত্রে কোরোনায় আক্রান্ত সব চিকিৎসক যাতে গত 1 এপ্রিলের সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ক্ষতিপূরণ পান, সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও ওই দিনের বৈঠকে প্রতিশ্রুতি দেওয়া হয় ।

Last Updated : Oct 6, 2020, 7:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details