পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টিফিনের জমানো টাকা দিয়ে ভিন রাজ্যের শ্রমিকদের খাবারের আয়োজনে সাফাইকর্মীরা - conservancy staff

ভিন রাজ্য থেকে এসে আটকে পড়া শ্রমিকদের খাওয়ার ব্যবস্থা করলেন সাফাইকর্মীরা । নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে খাবারের আয়োজন করেন তাঁরা ।

food
খাবারের আয়োজন

By

Published : Apr 12, 2020, 7:57 AM IST

কলকাতা, 12 এপ্রিল: লকডাউনের জেরে আটকে পড়া ভিন রাজ্যের শ্রমিকদের সাহায্যার্থে এগিয়ে এলেন পৌরনিগমের 101 নম্বর ওয়ার্ডের সাফাইকর্মীরা । টিফিনের টাকা বাঁচিয়ে খাবারের আয়োজন করলেন শ্রমিকদের জন্য ।

লকডাউনের জেরে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা থেকে আসা বহু শ্রমিক আটকে পড়েছেন এই রাজ্যে । অর্থের অভাবে বেশিরভাগ দিন অনাহারেই কাটছে তাঁদের । সেই শ্রমিকদের পাশে দাঁড়ালেন পৌরনিগমের 101 নম্বর ওয়ার্ডের সাফাইকর্মীরা । টিফিনের জন্য প্রতিদিন 20 টাকা করে দেওয়া হয় পৌরনিগমের সাফাইকর্মীদের । সেই টাকা থেকেই কিছু অংশ করে বাঁচিয়ে আটকে পড়া শ্রমিকদের জন্য খাবারের ব্যবস্থা করলেন তাঁরা ।

101 নম্বর ওয়ার্ডের সাফাইকর্মীরা নিজেদের টিফিনের টাকা জমানোর জন্য একটি ফান্ড তৈরি করেছেন । ফান্ডের সেই টাকা থেকেই গতকাল মাংস-ভাত রান্না করে খাওয়ানো হয় ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের । সাফাইকর্মীরা নিজেরাই রান্না করে দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছিলেন তাঁদের । তাঁরা জানিয়েছেন, সপ্তাহের টিফিন খরচ থেকে টাকা বাঁচিয়ে প্রত্যেক সপ্তাহে খাবারের আয়োজন করবেন তাঁরা । প্রত্যেকদিন খাবারের জন্য তাঁদেরকে যে 20 টাকা করে দেওয়া হয় সেই টাকার থেকে প্রতিদিন কিছু অংশ করে বাঁচিয়ে রাখবেন । সপ্তাহের শেষে আটকে পড়া শ্রমিকদের মুখে খাবার তুলে দেওয়া হবে ।

নিজেদেরই আর্থিক স্বচ্ছলতা নেই সাফাইকর্মীদের । অথচ এই কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পিছুপা হননি। সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন । তাঁদের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে ইতিমধ্যেই । এই উদ্যোগ দেখে অনেকেই সাহায্য করতে এগিয়ে আসায় অনুপ্রাণিত হবেন বলে মনে করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details