পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইকোপার্কে জলে ডুবে মৃত্যু শিশুর

গতকাল দুপুরে আব্বা আম্মার সঙ্গে ইকোপার্ক ঘুরতে গেছিল আয়াজ়। পার্কেরই এক পুকুরে ডুবে যায় সে। ঘণ্টা চারেক পর তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে ।

ছবি

By

Published : Nov 17, 2019, 4:41 AM IST

Updated : Nov 17, 2019, 6:03 AM IST

কলকাতা, 17 নভেম্বর : ইকোপার্কে জলে ডুবে মৃত্যু হল শিশুর । মৃতের নাম শেখ আয়াজ় । বছর চারেকের আয়াজ়ের বাড়ি তালতলা থানা এলাকায় ।

গতকাল দুপুরে আব্বা আম্মার সঙ্গে ইকোপার্ক ঘুরতে গেছিল আয়াজ় । সেখানেই চিলড্রেন্স পার্ক সংলগ্ন একটি পুকুরের ধারে ঘোরাঘুরি করছিল । বিকেলের পর আর খুঁজে পাওয়া যায়নি তাকে । সঙ্গে সঙ্গে আয়াজ়ের আব্বা, আম্মা ইকোপার্ক কন্ট্রোল রুমে গিয়ে বিষয়টি জানায় । সেখান থেকে মাইকের সাহায্যে শিশু নিখোঁজের বিষয়টি জানিয়ে দেওয়া হয় । কিন্তু তারপরও কোনও খোঁজ পাওয়া যায়নি আয়াজ়ের ।

পরে ইকোপার্কের তরফে স্থানীয় নিউটাউন থানার পুলিশের কাছে বিষয়টি জানানো হয় । তড়িঘড়ি বিধাননগর সিটি পুলিশের ডুবুরি নামানো হয় ওই পুকুরটিতে । সেখানেই তিন ঘন্টা ধরে তল্লাশি চলে । সন্ধ্যা সাতটা নাগাদ জলের তলা থেকে শিশুটিকে উদ্ধার করে ডুবুরিরা । পরে VIP রোড সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।

শিশুকে জল থেকে তোলা হচ্ছে

গতকাল ওই পরিবারের সঙ্গে প্রতিবেশী দুই সদস্যও গেছিলেন ইকোপার্কে ঘুরতে । কিন্তু তাঁদের সকলের নজর এড়িয়ে জলাশয়ের দিকে চলে যায় আয়াজ় । এদিকে ইকোপার্কের CCTV ফুটেজ় থেকে শিশুটির গতিবিধি বুঝতে পেরে পুকুরের জলে ডুবুরি নামায় পুলিশ । তবে, পার্কের এই জলের ধারে কোনও ফেন্সিং দেওয়া ছিল না । সেই কারণেই শিশুদের যাওয়া নিষেধ ছিল । ইকোপার্কের মূল পুকুরটিকে ফেন্সিং দিয়ে ঘিরে রাখা হলেও এই পুকুরের ধারে কোনও ফেন্সিং ছিল না । ওখানে কোনও সর্বক্ষণের সুরক্ষাকর্মীও ছিল না । প্রশ্ন উঠছে ইকো পার্কের পরিকাঠামোর উপর । এই বিষয়ে, এখনও পর্যন্ত পার্ক আধিকারিকদের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Last Updated : Nov 17, 2019, 6:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details