পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata-Varanasi Expressway: কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ের জন্য 6 জেলাকে দ্রুত জমি অধিগ্রহণের নির্দেশ মুখ্যসচিবের - জমি অধিগ্রহণ

কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ের (Kolkata-Varanasi Expressway) জন্য 6 জেলাকে দ্রুত জমি অধিগ্রহণের নির্দেশ দিলেন (Nabanna Meeting) মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Hari Krishna Dwivedi)৷

Chief Secretary and Kolkata Varanasi Expressway ETV Bharat
কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ে ও হরিকৃষ্ণ দ্বিবেদী

By

Published : Dec 22, 2022, 4:08 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর:কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ের (Kolkata-Varanasi Expressway) জন্য দ্রুত জমি অধিগ্রহণের নির্দেশ দিল রাজ্য সরকার । প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর সফরের আগে বৃহস্পতিবার নবান্নে (Nabanna Meeting) বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল ৷ মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর (Hari Krishna Dwivedi) নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবহণ এবং যোগাযোগ মন্ত্রকের গুরুত্বপূর্ণ আধিকারিকেরা । যে রাজ্যগুলির মধ্যে দিয়ে এই এক্সপ্রেসওয়ে যাবে সেই সমস্ত রাজ্যের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন । সেখানেই রাজ্যের তরফ থেকে দ্রুত যে জেলাগুলি দিয়ে এই এক্সপ্রেসওয়ে যাবে, সেখানে জমি অধিগ্রহণের নির্দেশ (Chief Secretary directs 6 districts to acquire land) দেওয়া হল ।

নবান্ন সূত্রে খবর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে দিয়ে এই গুরুত্বপূর্ণ এক্সপ্রেসওয়ে যাওয়ার কথা রয়েছে । এ দিন মুখ্যসচিব এই 6 জেলার জেলাশাসককে দ্রুত যে জায়গা দিয়ে এই এক্সপ্রেসওয়ে যাওয়ার কথা, সেখানে জমি অধিগ্রহণের নির্দেশ দিলেন । আগামী 30 ডিসেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ওই দিন একটি বৈঠকে মুখোমুখি হবেন । তার আগেই এই এক্সপ্রেসওয়ে নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যসচিব । যতদূর জানা গিয়েছে, অন্য রাজ্যে ইতিমধ্যেই এই এক্সপ্রেসওয়ের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে গিয়েছে । কিন্তু যে রাজ্যে এই এক্সপ্রেসওয়ের সবথেকে বেশি অংশ থাকছে, সেখানেই এখনও জমি অধিগ্রহণের কাজ শুরু হয়নি ।

এ দিনের বৈঠকে রাজ্যের মুখ্যসচিব পূর্ত দফতর-সহ অন্যান্য দফতরের সচিবদের কাছ থেকে জানতে চান, এই জেলাগুলিতে জমি অধিগ্রহণের ক্ষেত্রে কোনও সমস্যা রয়েছে কি না । এই প্রকল্পে অন্যান্য জেলা জমি অধিগ্রহণ নিয়ে কোনও সমস্যার কথা না জানালেও, দক্ষিণ 24 পরগনা জেলার তরফ থেকে জানানো হয়েছে কিছু কিছু ক্ষেত্রে জমি অধিগ্রহণের সমস্যা তৈরি হতে পারে । প্রসঙ্গত বারাণসী থেকে এই এক্সপ্রেসওয়েটি সরাসরি দক্ষিণ 24 পরগণাকে সংযুক্ত করবে বলে জানা গিয়েছে । মনে করা হচ্ছে 30 তারিখ প্রধানমন্ত্রীর কলকাতা সফরের দিন এই নিয়ে তিনি গুরুত্বপূর্ণ ঘোষণাও করতে পারেন ।

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর সফরের আগে কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ে নিয়ে জরুরি বৈঠক

উল্লেখ্য, ঐতিহ্যবাহী দুটি শহর কলকাতা ও বারাণসী ৷ একটির যদি সাংস্কৃতিক প্রেক্ষাপটে গুরুত্ব থাকে তো অন্যটির অবশ্যই গুরুত্ব রয়েছে ধর্মীয় এবং পর্যটনের দিক থেকে । দেশের এই দুই গুরুত্বপূর্ণ শহরকে এ বার জুড়তে চাইছে কেন্দ্রীয় সরকার । আর সে কারণেই উত্তরপ্রদেশের বারাণসী থেকে সরাসরি কলকাতা পর্যন্ত একটি এক্সপ্রেসওয়ে গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । মনে করা হচ্ছে, যে যে রাজ্যের উপর দিয়ে এই গুরুত্বপূর্ণ এক্সপ্রেসওয়ে যাবে, তাদের জন্য এই প্রকল্প অত্যন্ত লাভদায়ক হবে । 610 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে শুধুমাত্র কলকাতা এবং বারাণসীকে সংযুক্ত করবে তা নয় । এই গুরুত্বপূর্ণ এক্সপ্রেসওয়ে আসবে চার রাজ্য উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকার মধ্যে দিয়ে । এই রাস্তা তৈরি হয়ে গেলে সংযুক্ত হবে বারাণসী, রাঁচি, পাটনা এবং কলকাতার মতো গুরুত্বপূর্ণ শহরগুলি ।

এখনও পর্যন্ত যা খবর, এই এক্সপ্রেসওয়ে কেন্দ্রীয় সরকারের ভারতমালা প্রকল্পেরই অংশ হবে । এই গুরুত্বপূর্ণ রাস্তা উত্তর ভারতের সঙ্গে পূর্ব ভারতকে সংযুক্ত করবে । এখনও পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে তাতে এই এক্সপ্রেসওয়ের 22 কিলোমিটার থাকবে উত্তরপ্রদেশে, বিহারের মধ্যে দিয়ে যাবে 159 কিলোমিটার, ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে যাবে 167 কিলোমিটার এবং আমাদের রাজ্যের মধ্যে থাকবে 242 কিলোমিটার । সড়কপথে এই মুহূর্তে বারাণসী থেকে কলকাতায় আসতে 12-13 ঘণ্টা সময় লেগে যায় । কারণ বারাণসী এবং কলকাতার মধ্যে দূরত্ব 644 কিলোমিটার । বারাণসীর রিংরোড থেকে শুরু হয়ে উলুবেড়িয়ায় এসে যখন এই এক্সপ্রেসওয়ে শেষ হবে, মনে করা হচ্ছে এই দূরত্ব অতিক্রম করার সময় কমে 6 থেকে 7 ঘণ্টা হয়ে যাবে ।

ABOUT THE AUTHOR

...view details