কলকাতা, 22 ডিসেম্বর:কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ের (Kolkata-Varanasi Expressway) জন্য দ্রুত জমি অধিগ্রহণের নির্দেশ দিল রাজ্য সরকার । প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর সফরের আগে বৃহস্পতিবার নবান্নে (Nabanna Meeting) বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল ৷ মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর (Hari Krishna Dwivedi) নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবহণ এবং যোগাযোগ মন্ত্রকের গুরুত্বপূর্ণ আধিকারিকেরা । যে রাজ্যগুলির মধ্যে দিয়ে এই এক্সপ্রেসওয়ে যাবে সেই সমস্ত রাজ্যের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন । সেখানেই রাজ্যের তরফ থেকে দ্রুত যে জেলাগুলি দিয়ে এই এক্সপ্রেসওয়ে যাবে, সেখানে জমি অধিগ্রহণের নির্দেশ (Chief Secretary directs 6 districts to acquire land) দেওয়া হল ।
নবান্ন সূত্রে খবর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে দিয়ে এই গুরুত্বপূর্ণ এক্সপ্রেসওয়ে যাওয়ার কথা রয়েছে । এ দিন মুখ্যসচিব এই 6 জেলার জেলাশাসককে দ্রুত যে জায়গা দিয়ে এই এক্সপ্রেসওয়ে যাওয়ার কথা, সেখানে জমি অধিগ্রহণের নির্দেশ দিলেন । আগামী 30 ডিসেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ওই দিন একটি বৈঠকে মুখোমুখি হবেন । তার আগেই এই এক্সপ্রেসওয়ে নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যসচিব । যতদূর জানা গিয়েছে, অন্য রাজ্যে ইতিমধ্যেই এই এক্সপ্রেসওয়ের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে গিয়েছে । কিন্তু যে রাজ্যে এই এক্সপ্রেসওয়ের সবথেকে বেশি অংশ থাকছে, সেখানেই এখনও জমি অধিগ্রহণের কাজ শুরু হয়নি ।
এ দিনের বৈঠকে রাজ্যের মুখ্যসচিব পূর্ত দফতর-সহ অন্যান্য দফতরের সচিবদের কাছ থেকে জানতে চান, এই জেলাগুলিতে জমি অধিগ্রহণের ক্ষেত্রে কোনও সমস্যা রয়েছে কি না । এই প্রকল্পে অন্যান্য জেলা জমি অধিগ্রহণ নিয়ে কোনও সমস্যার কথা না জানালেও, দক্ষিণ 24 পরগনা জেলার তরফ থেকে জানানো হয়েছে কিছু কিছু ক্ষেত্রে জমি অধিগ্রহণের সমস্যা তৈরি হতে পারে । প্রসঙ্গত বারাণসী থেকে এই এক্সপ্রেসওয়েটি সরাসরি দক্ষিণ 24 পরগণাকে সংযুক্ত করবে বলে জানা গিয়েছে । মনে করা হচ্ছে 30 তারিখ প্রধানমন্ত্রীর কলকাতা সফরের দিন এই নিয়ে তিনি গুরুত্বপূর্ণ ঘোষণাও করতে পারেন ।