পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee : 15 দিন অন্তর এসএসকেএম হাসপাতালে বসবেন মমতা - sskm hospital

এবার থেকে 15 দিন অন্তর এসএসকেএম হাসপাতালে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার প্রভূত উন্নতি সাধনের জন্যই এই সিদ্ধান্ত বলে মনে করছে প্রশাসনিক মহলের একাংশ ৷

Mamata Banerjee
15 দিন অন্তর এসএসকেএম হাসপাতালে বসবেন মমতা

By

Published : Aug 19, 2021, 10:13 PM IST

কলকাতা, 19 অগস্ট : রাজ্য সরকারের তরফে রাজ্যের শিল্প এবং স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে । এবার সেই লক্ষ্যে প্রত্যেক 15 দিন অন্তর এই দুই ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে বৈঠকে বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি স্বাস্থ্য দফতরের আধিকারিক এবং এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন । বৈঠক থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শিল্প আমার সরকারের কাজের ক্ষেত্রে অগ্রাধিকার । যেহেতু এর সঙ্গে বহু মানুষের কর্মসংস্থানের বিষয় জড়িয়ে তাই, প্রত্যেক 15 দিন অন্তর শিল্পক্ষেত্রগুলিকে নিয়ে বৈঠকে বসব । মুখ্যমন্ত্রী আরও বলেন, "প্রত্যেক বৃহস্পতিবার বা 15 দিন অন্তর আমরা এখানে বসব । কারণ আমার উদ্দেশ্য হচ্ছে শিল্পক্ষেত্রের যা যা সমস্যা রয়েছে তা দ্রুত নিরসন করা এবং সমস্যার সমাধান করা । বিনিয়োগ এবং কর্মসংস্থানের বিষয়ে আমরা একটা বোর্ড তৈরি করেছি । "

তিনি আরও বলেন, "আমার মনে হয় হাসপাতালটাও আমার জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা । স্বাস্থ্যভবনটা যেহেতু যেতে দূর হয়, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে 15 দিন অন্তর 10-12 জনকে নিয়ে আমি এখানে এসে বসব।" কেন বসবেন সেই জবাবও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কারণ অনেক সময় অনেক হাসপাতালে সমস্যা থাকে। এখানে 5টা মেডিক্যাল কলেজ আছে । তা ছাড়াও স্বাস্থ্যের নানারকম ব্যাপার আছে । তাই স্বাস্থ্যসচিব আমার সঙ্গে থাকবেন । কখনও মুখ্যসচিবকেও সঙ্গে নিয়ে আসব।

আরও পড়ুন: সংগঠনের রদবদলে তৃণমূল কংগ্রেসে কি কোনও পরিবর্তন হবে ?

আচমকাই বৃহস্পতিবার বিকেলে এসএসকেএম হাসপাতালে হাজির হন মুখ্যমন্ত্রী । ঠিক কেন তিনি সেখানে গেলেন, সেই সম্পর্কে কিছুই বোঝা যায়নি । তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, ভোটের আগে তাঁর যে পায়ে চোট লেগেছিল, সেটাই দেখাতে এসেছিলেন তিনি । কারণ দিনকয়েক আগেও সেই পায়ের কিছু সমস্যা নিয়ে হাসপাতালে যেতে হয়েছিল তাঁকে ।

ABOUT THE AUTHOR

...view details