পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাসপাতাল থেকে সর্বত্র চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে কাজ চালানো নিয়ে ক্ষুব্ধ হাইকোর্টের প্রধান বিচারপতি - চুক্তিভিত্তিক কর্মী

Cal HC angry About Contractual Workers: বিশেষ সক্ষম মানুষদের সুবিধার্থে 2017 সালে কেন্দ্রীয় সরকার 'অনন্য প্রতিবন্ধী পরিচয়পত্র'-এর ব্যবস্থা করে। রাজ্যের মানুষ সেই কার্ড চাইলে রাজ্য আলাদা করে আইকন পোর্টাল খোলে। অভিযোগ কেউই কার্ড পাচ্ছেন না। আদালতে মামলা দায়ের হলে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে ক্ষোভ প্রকাশ করল হাইকোর্ট ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 4:54 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর: চিকিৎসা সংক্রান্ত মামলার শুনানিতে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ৷ শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মন্তব্য করেন, "রাজ্যের হাসপাতাল থেকে আদালত সর্বত্র চুক্তভিত্তিক কর্মচারী। প্রায় সব বিভাগেই 80 শতাংশ কর্মচারী চুক্তভিত্তিক। এই চুক্তিভিত্তিক কর্মচারীদের কাছ থেকে অধিক কী প্রতাশ্যা করবেন ? এরা মাসে সামান্য টাকা বেতন পান। এই কারণেই সর্বত্র পরিষেবায় গাফিলতি দেখা যাচ্ছে।"

বিশেষ সক্ষম ব্যক্তিদের জন্য সরকারের পোর্টালের অচল অবস্থায় বিরক্ত প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। শুনানিতে প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, "রাজ্যের সব ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী থাকায় কাজে দায়সারা মনোভাব স্পষ্ট।" প্রধান বিচারপতি আরও বলেন, "এরাজ্যে কেন আলাদা পোর্টাল ? যদি সেটা হয়েও থাকে কেন্দ্রীয় পোর্টাল থেকে কেন তথ্য নেওয়া হচ্ছে না ? এই ধরনের মানুষের জন্য এটা হয়রানি বলেই মনে করছে আদালত ।"

বিশেষ সক্ষম মানুষদের সুবিধার্থে 2017 সালে কেন্দ্রীয় সরকার 'অনন্য প্রতিবন্ধী পরিচয়পত্র'-এর ব্যবস্থা করে। অভিযোগ, রাজ্যের মানুষ সেই কার্ড চাইলে রাজ্য আলাদা করে আইকন পোর্টাল খোলে। অভিযোগ যখনই সেখানে নাম নথিভুক্ত করতে চাইছেন প্রার্থীরা, সেখানে তাদের নাম নথিবদ্ধ বলে দেখানো হচ্ছে। ফলে কেউই কার্ড পাচ্ছেন না। এই অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের হয়। প্রধান বিচারপতির মন্তব্য, "কেউ কাজ করতে চায় না। এ ওকে দেখাচ্ছে, সে তাকে দেখাচ্ছে। একজন চিকিৎসক সব কাজ করবেন এটা আশা করা যায় না ? হাসপাতালে 80 শতাংশ কর্মী চুক্তিভিত্তিক। কী কাজের আশা করবেন তাদের কাছ থেকে ?"

এদিন রাজ্যকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, "আপনাদের কতজন কর্মী চুক্তিভিত্তিক ?" রাজ্যের আইনজীবী প্রত্যুত্তরে বলেন, "জানি না ৷" এরপরই প্রধান বিচারপতি বলেন, "আপনার জানা উচিৎ। মানুষ দূর থেকে আসেন। কত কত টাকা খরচ করে তারা কলকাতায় থাকেন। সব জায়গায় চুক্তি ভিত্তিক কর্মী বেশি। এসএসকেম হাসপাতালে কতজন চুক্তিভিত্তিক কর্মী ? জয়েন্ট ডিরেক্টর আবার বলছেন 470টি কার্ড পোর্টালের মাধ্যমে হয়েছে। এই সমস্যা সাধারণ। এটা ঠিক করে নেওয়া সম্ভব। কিন্তু এভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে।"

আরও পড়ুন

  1. জম্মু-কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে কমিশন তৈরির সুপারিশ সুপ্রিম কোর্টের
  2. 'রাজ্যের সব টাকা নিয়ে যাচ্ছে, বাংলাকে কিছু দিচ্ছে না !' জলপাইগুড়ি থেকে কেন্দ্রকে তোপ মমতার
  3. সাংসদ পদ খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূলের মহুয়া মৈত্র

ABOUT THE AUTHOR

...view details