পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্য মন্ত্রিসভায় ফের পরিবর্তন, দপ্তর পেলেন দুই মন্ত্রী - দায়িত্ব বাড়তে পারে সুব্রত মুখোপাধ্যায়ের

তৃতীয়বারের জন্য রদবদল হল মমতা মন্ত্রিসভায় । দায়িত্ব বাড়ল সুব্রত মুখোপাধ্যায়ের ।

মন্ত্রিসভায় পরিবর্তন

By

Published : Nov 17, 2019, 9:20 PM IST

Updated : Nov 17, 2019, 11:52 PM IST

কলকাতা, 17 নভেম্বর : 2021 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃতীয়বারের জন্য মন্ত্রিসভায় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শান্তিরাম মাহাত এবং বিনয়কৃষ্ণ বর্মণের মতো মুখকে গুরুত্ব দেওয়া হল এবার । দায়িত্ব কমল ব্রাত্য বসু ও শোভনদেব চট্টোপাধ্যায়ের । দপ্তর বদল হল রাজীব বন্দ্যোপাধ্যায়ের ।

শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়িত্বে ছিল অচিরাচরিত শক্তি দপ্তর ও বিদ্যুৎ দপ্তর । যার মধ্যে অচিরাচরিত শক্তি দপ্তর তাঁর থেকে নিয়ে নেওয়া হল । দপ্তরটি পেলেন সুব্রত মুখোপাধ্যায় । সেক্ষেত্রে সুব্রত মুখোপাধ্যায়ের কাছে পঞ্চায়েত ও অচিরাচরিত শক্তি, এই দু'টি দপ্তর থাকবে । এদিকে, ব্রাত্য বসুর কাছে ছিল দু'টি দপ্তর । বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি ও বন দপ্তর । সেখান থেকে বন দপ্তরের দায়িত্ব পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায় । এদিকে, রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকা অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরটি তাঁর হাত থেকে গেল প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণের হাতে । অন্যদিকে, পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী হলেন শান্তিরাম মাহাত ।

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এর আগে পর্যন্ত দু'বার মন্ত্রিসভায় বদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রথমবার 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের পর জুন মাসে । তারপর 2019 সালে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর ।

প্রথমবার রদবদলের সময়ই সেচ দপ্তর রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে সরিয়ে নেওয়া হয় । তাঁকে দেওয়া হয় অনগ্রসর শ্রেণিকল্যাণ । এবার সেটিও পালটে তাঁকে আনা হল বন দপ্তরে । এদিকে দিদির গুডবুকে তুলনামূলক আগে থাকা ব্রাত্য বসুরও হাত থেকেও একটি দপ্তর কমানো হল ।

লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের পাশাপাশি রাজ্যের পশ্চিমাঞ্চলেও খারাপ ফল করেছে তৃণমূল । উত্তরবঙ্গ দেখভালের জন্য অরূপ বিশ্বাস, শুভেন্দু অধিকারীদের দায়িত্ব দেওয়া হলেও পশ্চিমাঞ্চল উন্নয়নে তেমন কিছুই করা হয়নি । বিধানসভা ভোটের সেমিফাইনাল পৌরসভা ভোট ও 2021-এর ফাইনালকে মাথায় রেখেই এবার পশ্চিমাঞ্চল উন্নয়নের দায়িত্ব দেওয়া হল শান্তিরাম মাহাতকে ।

নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি
Last Updated : Nov 17, 2019, 11:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details