কলকাতা, 17 নভেম্বর : 2021 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃতীয়বারের জন্য মন্ত্রিসভায় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শান্তিরাম মাহাত এবং বিনয়কৃষ্ণ বর্মণের মতো মুখকে গুরুত্ব দেওয়া হল এবার । দায়িত্ব কমল ব্রাত্য বসু ও শোভনদেব চট্টোপাধ্যায়ের । দপ্তর বদল হল রাজীব বন্দ্যোপাধ্যায়ের ।
শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়িত্বে ছিল অচিরাচরিত শক্তি দপ্তর ও বিদ্যুৎ দপ্তর । যার মধ্যে অচিরাচরিত শক্তি দপ্তর তাঁর থেকে নিয়ে নেওয়া হল । দপ্তরটি পেলেন সুব্রত মুখোপাধ্যায় । সেক্ষেত্রে সুব্রত মুখোপাধ্যায়ের কাছে পঞ্চায়েত ও অচিরাচরিত শক্তি, এই দু'টি দপ্তর থাকবে । এদিকে, ব্রাত্য বসুর কাছে ছিল দু'টি দপ্তর । বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি ও বন দপ্তর । সেখান থেকে বন দপ্তরের দায়িত্ব পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায় । এদিকে, রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকা অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরটি তাঁর হাত থেকে গেল প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণের হাতে । অন্যদিকে, পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী হলেন শান্তিরাম মাহাত ।