পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Tecahers Cell: তৃণমূলের শিক্ষক সংগঠনে রদবদল, বৈঠকের পর জানালেন ব্রাত্য - bratya basu

বদল আনা হল তৃণমূলের শিক্ষক সংগঠনে ৷ পার্শ্ব শিক্ষক, এমএসকে, এসএসকে-দের জন্য তৈরি হল নয়া সংগঠন ৷ সংগঠনে নতুন সদস্য হওয়ার জন্য কোনও টাকা দিতে হবে না বলেও জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল বিধায়ক ব্রাত্য বসু ৷

Etv Bharat
ব্রাত্য বসু

By

Published : May 13, 2023, 10:29 PM IST

তৃণমূলের শিক্ষক সংগঠনে রদবদল

কলকাতা, 13 মে:শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়োগে অনিয়মের সৌজন্যে বর্তমানে রাজ্যে অন্যতম চর্চার বিষয় শিক্ষা দুর্নীতি ৷ ফলে স্বাভাবিকভাবেই সকলের নজর রয়েছে রাজ্যের শিক্ষা দফতরের উপর ৷ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, তৎকালীন এসএসসি চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন কর্তা কল্যাণময় গঙ্গোপাধ্যায় ৷ এই দুর্নীতিতে নাম জড়িয়েছে শিক্ষা দফতরের বহু কর্তার ৷ আর এই প্রেক্ষাপটেই এবার রদবদল করা হল তৃণমূলের শিক্ষক সংগঠনে ৷

শনিবার তৃণমূল ভবনে তৃণমূলের শিক্ষক সংগঠনের একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল ৷ যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্যু বসু ও পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সংগঠনের চেয়ারম্যান চিকিৎসক মানুষ ভুঁইয়া । এই বৈঠকের পরেই সম্পূর্ণভাবে বদল আনা হয় তৃণমূলের শিক্ষক সংগঠনের বিভিন্ন পদে । রাজ্যের শাসকদলের প্রাথমিক শিক্ষা সেলের নতুন সভাপতি হয়েছেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় । কার্যকরী সভাপতি করা হয়েছে পলাশ সাধুখাঁকে । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক সংগঠনের সভাপতি করা হয়েছে প্রীতম হালদারকে । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক সংগঠনের জন্য কার্যকরী সভাপতি করা হয়েছে বিজন সরকারকে ।

এর পাশাপাশি পার্শ্ব শিক্ষক, এমএসকে, এসএসকে, শিক্ষামিত্র, শিক্ষাবন্ধু, মিড-ডে মিল কর্মীদের নিয়ে একটি নতুন সংগঠন শুরু করা হয়েছে শাসক দলের তরফে । অর্থাৎ মূলত চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়ে এই সংগঠন তৈরি হয়েছে । এই সংগঠনের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মইদুল ইসলামকে । নতুন এই সংগঠনের কার্যকরী সভাপতি করা হয়েছে রবিউল ইসলামকে ।

আরও পড়ুন:বজরংবলির বদলে এলপিজি বেছে নেওয়ায় কর্ণাটককে ধন্যবাদ দিলেন মহুয়া

এছাড়াও সিদ্ধান্ত হয়েছে, এবার থেকে সংগঠনে নতুন সদস্য হওয়ার জন্য কোনও টাকা দিতে হবে না । সেই সঙ্গে আগামিদিনে বিশ্ববিদ্যালয় স্তরের সংগঠনের ক্ষেত্রেও সাংগঠনিক বদল আনা হবে বলে জানান ব্রাত্য বসু । এদিন নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ করার সময় ব্রাত্য বসু জানান, এবার ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক দিক বিবেচনা করে এই নাম বাছাই করা হয়েছে ৷ যাঁরা ময়দানে নেমে কাজ করতে পারবেন তাঁদেরকেই প্রধানের ভূমিকা দেয়া হচ্ছে । তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বিজেপি থেকে আসা এক ব্যক্তিকেই প্রধান দায়িত্ব দেওয়া হল তৃণমূলের শিক্ষক সংগঠনের । প্রাথমিক শিক্ষা সেলের নতুন সভাপতি হলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, যিনি 2021 সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details