কলকাতা, 13 মে:শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়োগে অনিয়মের সৌজন্যে বর্তমানে রাজ্যে অন্যতম চর্চার বিষয় শিক্ষা দুর্নীতি ৷ ফলে স্বাভাবিকভাবেই সকলের নজর রয়েছে রাজ্যের শিক্ষা দফতরের উপর ৷ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, তৎকালীন এসএসসি চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন কর্তা কল্যাণময় গঙ্গোপাধ্যায় ৷ এই দুর্নীতিতে নাম জড়িয়েছে শিক্ষা দফতরের বহু কর্তার ৷ আর এই প্রেক্ষাপটেই এবার রদবদল করা হল তৃণমূলের শিক্ষক সংগঠনে ৷
শনিবার তৃণমূল ভবনে তৃণমূলের শিক্ষক সংগঠনের একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল ৷ যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্যু বসু ও পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সংগঠনের চেয়ারম্যান চিকিৎসক মানুষ ভুঁইয়া । এই বৈঠকের পরেই সম্পূর্ণভাবে বদল আনা হয় তৃণমূলের শিক্ষক সংগঠনের বিভিন্ন পদে । রাজ্যের শাসকদলের প্রাথমিক শিক্ষা সেলের নতুন সভাপতি হয়েছেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় । কার্যকরী সভাপতি করা হয়েছে পলাশ সাধুখাঁকে । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক সংগঠনের সভাপতি করা হয়েছে প্রীতম হালদারকে । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক সংগঠনের জন্য কার্যকরী সভাপতি করা হয়েছে বিজন সরকারকে ।