পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সেন্ট জ়েভিয়ার্সের সমাবর্তন মঞ্চ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কটাক্ষ ধনকড়ের - আচার্য জগদীপ ধনকড়

সেন্ট জ়েভিয়ার্সের সমাবর্তনে আমন্ত্রিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্য়ায় । কিন্তু অসুস্থতার কারণে আসতে পারেননি তিনি । তা নিয়ে সমাবর্তন মঞ্চ থেকে তাঁকে কটাক্ষ করলেন আচার্য জগদীপ ধনকড় ।

Jagdeep Dhankhar
জগদীপ ধনকড়

By

Published : Jan 17, 2020, 3:35 AM IST

কলকাতা, 17 জানুয়ারি : সেন্ট জেভিয়ার্স কলেজের সমাবর্তন মঞ্চ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড় । তাঁর বক্তব্য, তিনি যেখানেই যান সেখানেই কেউ না কেউ অসুস্থ হয়ে পড়েন । গতকাল সেন্ট জেভিয়ার্স কলেজের সমাবর্তন অনুষ্ঠান ছিল । সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপস্থিত থাকায় এমন কটাক্ষ করেন রাজ্যপাল ।

সাম্প্রতিককালে একের পর এক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছে রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়কে । কখনও রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হওয়ার আগের দিনই তা বাতিল করা হয়েছে । আবার কখনও যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তন অংশগ্রহণ করতে গিয়েও বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে হয়েছে তাঁকে । সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও তাঁর উপস্থিতি নিয়ে জলঘোলা হয়েছে । ২৮ জানুয়ারি তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানালেও শিক্ষামন্ত্রীর মুখে শোনা গেছে, রাজ্যপালকে ছাড়াই হবে সমাবর্তন । অন্যদিকে, তিনি সমাবর্তনে উপস্থিত হলেও তাঁকে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে । এরই মধ্যে আজ সেন্ট জেভিয়ার্স কলেজের সমাবর্তনে অংশগ্রহণ করতে পেরে তিনি যে বেজায় খুশি তা প্রকাশ পেল সমাবর্তন মঞ্চ থেকে তাঁর বক্তৃতা থেকে ।

তিনি যে সেন্ট জেভিয়ার্সের সমাবর্তনে অংশগ্রহণ করতে পেরে খুশি শুধু তাই নয়, সেন্ট জেভিয়ার্সের ব্যবহারকে উদাহরণ হিসেবে রেখে রাজ্যের অন্য বিশ্ববিদ্যালয়গুলির প্রতি কটাক্ষের সুরও চড়িয়েছেন জগদীপ ধনকড় । তিনি বলেন, "যখনই সেন্ট জেভিয়ার্সে থাকি বা ফাদার ডমিনিকের সংস্পর্শে থাকি তখনই আমি নিজের ঘরে রয়েছি বলে মনে করি । প্রতি সময়ে আমি উদ্যমী, উৎসাহিত ও অনুপ্রাণিত হই । কিন্তু আমি এখানে যা দেখলাম সেটা অনবদ্য । এটা সব শিক্ষা প্রতিষ্ঠানের অনুকরণ করা উচিত । আপনারা আমাকে যা দিলেন তার উল্লেখ আমি সারা বছর করব । যাতে আমাদের শিক্ষার পরিবেশ এবং আমাদের শিক্ষার মন্দির আপনাদের মতো ব্যবহার করে ।"

সেন্ট জ়েভিয়ার্স কলেজের সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় । তা সত্ত্বেও সেন্ট জেভিয়ার্সে আসেননি সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় । জানা গেছে, অনুষ্ঠানে আজ অনুপস্থিতির কারণে হিসেবে অসুস্থতার কথা জানিয়েছেন তিনি । তবে, উপাচার্যের অসুস্থতা নিয়ে রাজ্যপাল যে ক্ষুব্ধ হয়েছেন তা সমাবর্তন মঞ্চে তাঁর বক্তব্য থেকে স্পষ্ট । তিনি কটাক্ষ করে বলেন, "আমি ভেবেছিলাম আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করার সুযোগ পাব । যেহেতু, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক আশীষ কুমার বন্দোপাধ্যায় সন্মানিত হচ্ছেন । আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি । এর জন্য আমি কিছুটা দায়ি। বেশ কিছু জায়গা যেখানে আমি গিয়েছি সেখানে কেউ না কেউ অসুস্থ হয়ে গেছেন । মানুষ অসুস্থ হয়ে পড়েন সঠিক উদ্দেশ্যে । ৩০ বছর আগে আমি যখন পার্লামেন্টারি আফেয়ার্স মিনিস্টার ছিলাম তখন আমাকেও অসুস্থ করে দেওয়া হতো ।"

ABOUT THE AUTHOR

...view details