কলকাতা, 24 জুলাই: রাজ্যে পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসা এখনও জারি রয়েছে । সেই জন্য কেন্দ্রীয় বাহিনী আরও 10 দিন রাজ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার । তাদের এই সিদ্ধান্তে সম্মতি জানাল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ।
সোমবার সরকারি স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারে কী করা হয়েছে রাজ্যের কাছে তা জানতে চান প্রধান বিচারপতি । রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে । সেটা হলফনামায় জানানো হয়েছে । কারা এই দুর্বত্ত ? প্রধান বিচারপতির এই প্রশ্নের জবাবে অ্যাডভোকেট জেনারেল বলেন, "সব কিছু জানিয়েছি হলফনামায় ।"
অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিরন্তর অসহযোগিতা করা হয়েছে । এখনও হচ্ছে । তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে আপাতত আরও 10 দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্যে । দফায় দফায় তাদের প্রত্যাহার করা হবে । কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বারবার অসহযোগিতার অভিযোগে বিরক্ত প্রধান বিচারপতি ফের এ দিন রাজ্যকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করতে নির্দেশ দিয়েছেন ।
উল্লেখ্য, গত শুক্রবার আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্যে আরও চার সপ্তাহের জন্য কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছিলেন । কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, এ ব্যাপারে আদালত কোনও নির্দেশ দিতে পারবে না । কেন্দ্র যা সিদ্ধান্ত নেওয়ার নেবে ।