কলকাতা, 20 মে : ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাটপাড়া । আর তার জেরেই অর্জুন সিংয়ের বাড়ির সামনে মোতায়েন করা হচ্ছে কুইক রেসপন্স টিম ।
সপ্তম দফার নির্বাচন শেষ হওয়ার পর থেকেই ভাটপাড়ায় চলছে দফায় দফায় বোমাবাজি । আহত হয়েছেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এক CISF জওয়ান । আর তার জেরে প্রশাসনের তরফে জারি করা হয়েছে 144 ধারা ।
ভোট পরবর্তী এই হিংসা নিয়ে আজ দিল্লির নির্বাচন সদনে নালিশ করে BJP-র প্রতিনিধি দল । তারা পশ্চিমবঙ্গের কিছু কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানায় । সেখানেই উঠে আসে ভাটপাড়ার বিষয়টি । তারপরই কমিশনের তরফে শুরু হয় তৎপরতা । BJP-র দাবি মতো রাজ্যে আরও কিছুদিন কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন । তারপরই বিবেক দুবে জানান, স্ট্রং রুম পাহারা সহ 200 কম্পানির বাহিনী থাকবে রাজ্যে । 27 মে পর্যন্ত রাজ্যে থাকবে সেই বাহিনী । ফিরে যাবে বাকি 510 কম্পানি । সিদ্ধান্ত নেওয়া হয় অর্জুন সিংয়ের বাড়ির সামনে কুইক রেসপন্স টিম মোতায়েনের ।
গতকাল সপ্তম দফার ভোট শেষ হওয়ার পর থেকেই ভাটাপাড় উত্তপ্ত হয়ে ওঠে । সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও রাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া । অর্জুন সিংয়ের বাড়ির সামনে চলে ব্য়াপক বোমাবাজি । এমন কী, কয়েক রাউন্ড গুলিও চলে । এরপরই অর্জুন সিংয়ের বাড়তি নিরাপত্তার দাবি করা হয় বলে সূত্রের খবর ।