পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মির্জ়াকে নিয়ে মুকুল রায়ের ফ্ল্যাটে CBI - মুকুলের বাড়িতে সিবিআই

জিজ্ঞাসাবাদের 24 ঘণ্টার মধ্যেই মুকুল রায়ের এলগিন রোডের ফ্ল্যাটে CBI । টাকা নেওয়ার ঘটনার পুনর্নির্মাণের পরিকল্পনা ।

ফাইল ফোটো

By

Published : Sep 29, 2019, 12:25 PM IST

Updated : Sep 29, 2019, 5:54 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর : মঙ্গলবার তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন CBI-এর দুঁদে গোয়েন্দারা । আর 24 ঘণ্টার মধ্যেই তাঁর ফ্ল্যাটে CBI হানা । আজ সকালে ধৃত IPS এস এম এইচ মির্জ়াকে নিয়ে মুকুল রায়ের এলগিন রোডের ফ্ল্যাটে যান CBI কর্তারা । সূত্রের খবর, টাকা নেওয়ার ঘটনার পুনর্নির্মাণের জন্যই এই পদক্ষেপ তাঁদের । CBI-র তরফে জানানো হয়েছে, যদিও এলগিন রোডের ফ্ল্যাটে নেই মুকুল রায় ।

মুকুলের বাড়িতে CBI । ভিডিয়োয় দেখুন ।

বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার মির্জ়ার সঙ্গে মুকুল রায়ের ঘনিষ্ঠতা অতীব চর্চিত বিষয় । CBI-র সূত্রে খবর, এলগিন রোডে মুকুল রায়ের এই ফ্ল্যাটে প্রায়ই দেখা যেত মির্জ়াকে । সেই সূত্রেই ঘটনার পুনর্নির্মাণের পরিকল্পনা নিয়েছে CBI । সূত্রের খবর, মুকুল রায়ের ফ্ল্যাটে ভিডিয়োগ্রাফি করেন CBI কর্তারা ৷ ইতিমধ্যেই মুকুল রায়কে ডেকে পাঠিয়ে নারদ কাণ্ডের বিষয়ে তাঁর ভূমিকা যাচাই করেছেন তদন্তকারীরা ৷ বেশ কিছু তথ্য পেয়েছেন ইতিমধ্যেই , খবর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে ৷

Last Updated : Sep 29, 2019, 5:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details