পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিনয়কে জিজ্ঞাসাবাদ করতে প্রশ্নমালা সাজাচ্ছে সিবিআই - Binoy

কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূল যুবনেতা বিনয় মিশ্র আগামী ৩ মে প্রথম বার সিবিআই দফতরে হাজিরা দিতে চলেছেন । তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই-এর প্রস্তুতি তুঙ্গে। জিজ্ঞাসাবাদের জন্য থাকছে বিশেষ দল।

অভিযুক্ত তৃণমূল যুবনেতা বিনয় মিশ্র
অভিযুক্ত তৃণমূল যুবনেতা বিনয় মিশ্র

By

Published : Apr 24, 2021, 5:29 PM IST

কলকাতা, 24শে এপ্রিল: 3 মে সিবিআই দপ্তরে প্রথম হাজিরা দিতে চলেছেন কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূল যুবনেতা বিনয় মিশ্র । তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই-এর প্রস্তুতি তুঙ্গে । সিবিআইয়ের অ্যন্টি করাপশন ব্রাঞ্চের ডিআইজি দিল্লি থেকে আসবেন । পাশাপাশি পুলিশ সুপার ব্যাংকের একজন আধিকারিক ও এসপির নেতৃত্বে একটি বিশেষ দল তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন বলে সিবিআই সূত্রের খবর ।

সিবিআইয়ের প্রতিনিধিরা বিনয় মিশ্রকে এই প্রশ্নগুলি করতে পারেন বলে জানা গিয়েছে । ১) রাজ্যের কোন কোন প্রভাবশালীদের সঙ্গে বিনয় মিশ্রের যোগাযোগ রয়েছে ? ২) কিভাবে কয়লা পাচার কাণ্ডের সঙ্গে তিনি যুক্ত হলেন? ৩) পাশাপাশি কোন কোন প্রভাবশালীর কথামত বিনয় মিশ্রকে লক্ষাধিক টাকা পাঠাতে হত? ৪) টাকা কার কার মাধ্যমে পাচার হত? ৫) কয়লা কাণ্ডে আরেক অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার সাথে কিভাবে তাঁর পরিচয় হয়েছিল? উল্লেখ্য কিছুদিন আগেই কলকাতা হাইকোর্ট থেকে রক্ষাকবচ পান বিনয় মিশ্র । নির্দেশ দেওয়া হয়, নির্দিষ্ট সময় পর্যন্ত বিনয়কে গ্রেফতার করা যাবে না কিন্তু তদন্তে সহযোগিতা করতে হবে তাঁকে । এই নির্দেশ আসার পরেই সিবিআইকে মেল মারফত হাজিরা দেওয়ার কথা জানান বিনয় মিশ্র ।

প্রসঙ্গত, এর আগে বিনয় মিশ্রকে খুঁজতে গোটা রাজ্য জুড়ে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । তাঁর হদিশ না পাওয়ায় বিনয়ের বিরুদ্ধে রেড কার্পেটে নোটিশ জারি করা হয় । অবশেষে দিল্লিতে বিনয় মিশ্রকে গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরের গোয়েন্দারা । তাঁকে কলকাতায় নিয়ে আসা হলে শারীরিক অসুস্থতার জন্য শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে ভর্তি হন বিনয় মিশ্র । সেই সময় ইনফোর্সমেন্ট ডাইরেক্টরের অধীন থেকে তাঁকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই । পরে অবশ্য বিনয় মিশ্রের জামিন মঞ্জুর করে আদালত ।

ABOUT THE AUTHOR

...view details