পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Odisha Train Accident: রেল বিপর্যয়ের তদন্তে সম্ভবত আজই দিল্লি থেকে বালাসোরে সিবিআই তদন্তকারীরা - সিবিআইয়ের প্রতিনিধি দল

ওড়িশার বালাসোরে ট্রেন বিপর্যয়ে তদন্তভার পায় সিবিআই ৷ সোমবারই সিবিআইয়ের প্রতিনিধি দল দিল্লি থেকে দুর্ঘটনাস্থলে আসতে পারে ৷

Odisha Train Accident
আজই দিল্লি থেকে আসতে পারে সিবিআইয়ের প্রতিনিধি দল

By

Published : Jun 5, 2023, 5:15 PM IST

কলকাতা, 5 জুন: করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার তদন্তভার গ্রহণ করে এবার ঘটনাস্থলে আসতে চলেছে সিবিআইয়ের একটি বিশেষ প্রতিনিধি দল। সিবিআই সূত্রের খবর, দিল্লির একজন জয়েন্ট ডিরেক্টরের সঙ্গে বেশ কয়েকজনের একটি প্রতিনিধি দল প্রথমেই ঘটনাস্থল বালাসোরে পৌঁছবেন। সেখানে গিয়ে প্রাথমিক রিপোর্ট তারা সংগ্রহ করবেন। মূলত ঘটনার দিন কোন, কোন রেল আধিকারিক সেখানে কর্তব্যরত অবস্থায় ছিলেন ৷ রেলের গার্ড থেকে শুরু করে উঁচু এবং নিচু তলার কর্মীদের সঙ্গেও পৃথক পৃথকভাবে কথা বলে তাঁদের বয়ান নথিভুক্ত করতে পারেন তদন্তকারীরা। এছাড়াও পুরো ঘটনায় তদন্তে নেমে প্রথমেই যারা প্রত্যক্ষদর্শী তাঁদের সঙ্গে কথা বলতে পারেন তদন্তকারীরা।

ঘটনাস্থলের কিছুটা দূরেই রয়েছে ওড়িশার বাহানগা বাজার এবং সেখানেই অবস্থিত রেলস্টেশন। স্টেশন ম্যানেজার থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকদের সঙ্গেও তাঁরা কথা বলবেন এছাড়াও স্টেশনের যে সিগনালিং ব্যবস্থা রয়েছে সেগুলি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সোমবারই সিবিআই আধিকারিকদের অপর একটি দল তারা পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করবেন। জানা গিয়েছে, রবিবার রেলমন্ত্রীর তরফ থেকে সিবিআই তদন্তের সুপারিশ করার পরেই সিবিআইয়ের তরফ থেকে দিল্লির জয়েন্ট ডিরেক্টর রেল আধিকারিকদের ফোন করেন।

আরও পড়ুন:করমণ্ডল বিপর্যয়ের রেশ কাটার আগেই ফের ওড়িশায় লাইনচ্যুত ট্রেন

মূলত আজ সিবিআইয়ের প্রতিনিধি দল প্রথমে ভুবনেশ্বরে পৌঁছবেন এবং সেখান থেকে বালাসোর গিয়ে পুরো ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করবেন।
পরবর্তীকালে সিবিআইয়ের ফরেনসিক টিম এবং ক্রাইম এক্সপার্ট আধিকারিকরা ঘটনাস্থলে এসে সিগন্যালিং পরীক্ষা-নিরীক্ষা থেকে শুরু করে লাইনে কোনও সমস্যা ছিল কি না, নাকি পুরো ঘটনাটি নেপথ্যে রয়েছে কোনও নাশকতার ছক সেগুলি খুঁজে বার করার চেষ্টা করবেন। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন যারা দোষী তাদের কাউকে রেয়াত করা হবে না। তারপরেই দেখা গেল সিবিআইয়ের তৎপরতার ছবি। সিবিআইয়ের পাশাপাশি এই দুর্ঘটনার তদন্তভার শুরু করেছে রেলওয়ে সেফটি বোর্ড।

ABOUT THE AUTHOR

...view details