কলকাতা, 5 জুন: করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার তদন্তভার গ্রহণ করে এবার ঘটনাস্থলে আসতে চলেছে সিবিআইয়ের একটি বিশেষ প্রতিনিধি দল। সিবিআই সূত্রের খবর, দিল্লির একজন জয়েন্ট ডিরেক্টরের সঙ্গে বেশ কয়েকজনের একটি প্রতিনিধি দল প্রথমেই ঘটনাস্থল বালাসোরে পৌঁছবেন। সেখানে গিয়ে প্রাথমিক রিপোর্ট তারা সংগ্রহ করবেন। মূলত ঘটনার দিন কোন, কোন রেল আধিকারিক সেখানে কর্তব্যরত অবস্থায় ছিলেন ৷ রেলের গার্ড থেকে শুরু করে উঁচু এবং নিচু তলার কর্মীদের সঙ্গেও পৃথক পৃথকভাবে কথা বলে তাঁদের বয়ান নথিভুক্ত করতে পারেন তদন্তকারীরা। এছাড়াও পুরো ঘটনায় তদন্তে নেমে প্রথমেই যারা প্রত্যক্ষদর্শী তাঁদের সঙ্গে কথা বলতে পারেন তদন্তকারীরা।
ঘটনাস্থলের কিছুটা দূরেই রয়েছে ওড়িশার বাহানগা বাজার এবং সেখানেই অবস্থিত রেলস্টেশন। স্টেশন ম্যানেজার থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকদের সঙ্গেও তাঁরা কথা বলবেন এছাড়াও স্টেশনের যে সিগনালিং ব্যবস্থা রয়েছে সেগুলি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সোমবারই সিবিআই আধিকারিকদের অপর একটি দল তারা পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করবেন। জানা গিয়েছে, রবিবার রেলমন্ত্রীর তরফ থেকে সিবিআই তদন্তের সুপারিশ করার পরেই সিবিআইয়ের তরফ থেকে দিল্লির জয়েন্ট ডিরেক্টর রেল আধিকারিকদের ফোন করেন।