কলকাতা, 8 এপ্রিল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে শুক্রবারই শহরে গাড়ি রাখার ক্ষেত্রে পার্কিং-ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে কলকাতা পৌরনিগম ৷ এই সিদ্ধান্তে খুশি গাড়িরচালক থেকে ব্যক্তিগত গাড়ির মালিক এমনকি পার্কিং এজেন্সিতে কর্মরত কর্মীরাও । স্বস্তি ফিরেছে তাঁদের মধ্যে ৷ শনিবার পুরনো রেটেই ফের পার্কিং-ফি নেওয়া শুরু হয়েছে শহরে ৷
উল্লেখ্য, কলকাতায় নতুন পার্কিং-ফি নেওয়া শুরু হয় চলতি মাসের 1 তারিখ থেকে ৷ পৌরনিগমের এই নতুন নিয়ম অনুযায়ী, শহরে পার্কিংয়ের ক্ষেত্রে প্রথম এক ঘণ্টার জন্য বাইক চালকদের দিতে হচ্ছিল 10 টাকা, চার চাকার জন্য দিতে হচ্ছিল 20 টাকা , বাস ও লরির জন্য ধার্য হয়েছিল 40 টাকা ৷ এর পর প্রতি ঘণ্টা পিছু এই চার্জ আরও বাড়ছিল ৷ মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বাধীন পৌরনিগমের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিলেন গাড়ি চালক ও গাড়ির মালিকরা ৷ খরচ একলাফে বেশ অনেকটাই বেড়ে গিয়েছিল তাঁদের ৷ বিষয়টি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছতেই তিনি ফিরহাদ হাকিমকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দেন ৷
আগে কলকাতায় পার্কিংয়ের ক্ষেত্রে, দু'চাকার জন্য প্রতি ঘণ্টায় পার্কিং ফি ছিল 5 টাকা । চার চাকার জন্য ছিল 10 টাকা । বাস ও লরির ক্ষেত্রে প্রতি ঘণ্টায় 20 টাকা ধার্য ছিল । দীর্ঘ বেশকয়েক বছর পর এই পার্কিং ফি'তে বদল এসেছিল ৷ নতুন ফি-এর তালিকাও তৈরি হয় ৷ কিন্তু, ভাড়া গাড়ি হোক বা ব্যক্তিগত গাড়ির মালিক,পার্কিংয়ের এই বর্ধিত ফি দিতে ব্যাপক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল প্রত্যেককে ৷ নতুন নিয়মে দৈনিক পার্কিংয়ের জন্য কোনও কোনও ক্ষেত্রে 500-600 টাকাও খরচ হচ্ছিল ৷