কলকাতা, 15 নভেম্বর: সোমবার আলিপুরে সিবিআই-এর বিশেষ আদালতে সিবিআই'য়ের তদন্তকারী অফিসার'কে বিচারক প্রশ্ন করেন যে যাঁরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তাঁদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিয়েছে সিবিআই ? পাশাপাশি তাঁদেরকে কেন এখনও পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না? এর 24 ঘণ্টা কাটতে না কাটতেই মঙ্গলবার সকালে নিজাম প্যালেসে হাজির হলেন বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী ৷ যারা টাকার বিনিময় চাকরি পেয়েছেন (Candidates who got job in exchange of money face CBI)।
আরও পড়ুন: মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ফের তলব ইডির
সূত্রের খবর, মঙ্গলবার এবং আগামিকাল মোট 20জনকে কলকাতার নিজাম প্যালেসের অফিসে তলব করা হয়েছে (CBI summons twenty candidates who got job in exchange of money)। অভিযোগ, এরা প্রত্যেকেই টাকার বিনিময় চাকরি পেয়েছেন। মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুর জেলা থেকে বেশ কয়েকজন ছাত্রছাত্রী ইতিমধ্যেই কলকাতার নিজাম প্যালেসের সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন। ইতিমধ্যেই তাঁদের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, তাঁরা কীভাবে চাকরি পেলেন ? কোন ব্যক্তিকে কোথায় কত টাকা দিতে হয়েছিল ? আর টাকা দিয়ে চাকরি পাওয়া যায় সেই ব্যাপারটি তাঁরা প্রথম জানলেন কার কাছ থেকে বা কিভাবে ? একাধিক খুঁটিনাটি প্রশ্ন তাঁদের করা হচ্ছে।