পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়িতে বসেই পরীক্ষা দেবেন B.Ed, M.Ed-এর চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষার্থীরা - বাড়িতে বসেই পরীক্ষা B.Ed-এর চূড়ান্ত সেমেস্টারের

অললাইনেই চলতি বছর পরীক্ষা দিতে পারবেন B.Ed, M.Ed-এর চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষার্থীরা ৷1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত পরীক্ষার দিন নির্ধারণ করেছে WBUTTEPA ৷

B.Ed, M.Ed
B.Ed, M.Ed-এর চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা

By

Published : Sep 12, 2020, 7:55 AM IST

কলকাতা , 12 সেপ্টেম্বর : রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো চূড়ান্ত সেমেস্টারের পড়ুয়াদের পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং, এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (WBUTTEPA) তথা রাজ্যের B.Ed বিশ্ববিদ্যালয় । 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত ব্যাচেলর অফ এডুকেশন (B.Ed) ও মাস্টার অফ এডুকেশনের (M.Ed) পরীক্ষা নিতে চলেছে WBUTTEPA । বৃহস্পতিবার অক্টোবরে পরীক্ষা নেওয়ার জন্য UGC-র অনুমোদনের পর প্রকাশিত হয়েছে পরীক্ষার নির্ঘন্টও । চলতি বছর কোরোনা নিয়ে চলা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার জন্য অনলাইন মাধ্যমকেই বেছে নিয়েছে এই বিশ্ববিদ্যালয় । এই পদ্ধতিতে বাড়িতে বসেই পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা ।

পরীক্ষা পদ্ধতি নিয়ে রাজ্য B.Ed বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় বলেন , "চলতি বছর আমাদের B.Ed, M.Ed-এর পরীক্ষা অনলাইনেই হবে। কলেজকেই প্রশ্নপত্র ই-মেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীর কাছে পাঠানো ও উত্তরপত্র সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হয়েছে৷"

রাজ্য B.Ed বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক অমিত কুমার ভট্টাচার্য বলেন , "আমাদের পুরো পরীক্ষা পদ্ধতি অনলাইনে । এখন স্টেশনারি বা লজিস্টিক পৌঁছে দেওয়ার পরিবেশ নেই। তাই পুরো পরীক্ষাটাই অনলাইনে হবে। আমরা অনলাইনে প্রশ্নপত্র পাঠিয়ে দেব কলেজের কাছে। কলেজের উপরেই দায়িত্ব দেওয়া হয়েছে প্রশ্নপত্র পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়ার । কলেজ সেই প্রশ্নপত্র পরীক্ষার্থীদের ফরওয়ার্ড করবে । কোরোনা আবহে ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠানে আসতে হবে না । তাঁরা বাড়িতে বসেই পরীক্ষা দেবেন । কোনও সাদা খাতায় উত্তর লিখে পরীক্ষার্থীরা নিজের বা নিজের না থাকলে যে কোনও কারও ডিভাইস থেকে সেই উত্তরপত্র স্ক্যান করে কলেজের কাছে ই-মেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন । ফলে, কোনও ছাত্র-ছাত্রী যাতে ডিভাইসের অভাবে পরীক্ষা থেকে বঞ্চিত না হয় তাও নিশ্চিত করা হয়েছে ৷ এই বিষয়ে সব কলেজকে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে । পুরো দায়িত্বটা কলেজের।"

B.Ed বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট 478 টি কলেজ রয়েছে। চলতি বছর B.Ed ও M.Ed কোর্স মিলিয়ে প্রায় 24 হাজার পড়ুয়া চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করবেন । পরীক্ষার দিনগুলিতে কলেজগুলির সঙ্গে যোগাযোগ রাখার জন্য একটি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকবেন আধিকারিকদের একটা দল । কোনও কলেজের কোনও সমস্যা হলে তা দ্রুত সমাধান করবে সেই দল।

চলতি বছর উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বও দেওয়া হয়েছে কলেজগুলিকে। অমিত কুমার ভট্টাচার্য বলেন, "কলেজগুলিকেই উত্তরপত্র মূল্যায়ন করতে বলা হয়েছে। কলেজের কাছেই মূল্যায়নের সমস্ত নথি থাকবে। মূল্যায়নের পরে সেই নম্বর 12 অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠিয়ে দেবে কলেজ । নম্বরও অনলাইনের মাধ্যমেই পাঠাতে পারবে কলেজ । তার জন্য আমরা 2 অক্টোবর থেকে নম্বর জমা দেওয়ার পোর্টাল খুলে দেব ।" রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী , 31 অক্টোবরের মধ্যেই ফলাফল প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে রাজ্য B.Ed বিশ্ববিদ্যালয়।

ABOUT THE AUTHOR

...view details