কলকাতা, 26 সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্রমে বেড়ে চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৷ ডেঙ্গিতে মৃত্যু হয়ে কলকাতা-সহ কয়েকটি অংশে মৃত্যুর ঘটনাও ঘটেছে ৷ যা নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা ৷ এসবের মধ্যেই এবার ডেঙ্গি নিয়ে সারা রাজ্য ব্যাপী প্রতিবাদ ও প্রচার কর্মসূচি নিল বিজেপি ৷ বুধবার থেকে শুরু করে আগামী 7 দিন বিজেপির এই প্রতিবাদ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন রাজ্য বিজেপির মুখ্যপাত্র শমীক ভট্টাচার্য ৷
পঞ্চায়েত এলাকা-সহ রাজ্যজুড়ে আগামী সাতদিন ধরে ডেঙ্গি নিয়ে এই সচেতনতা প্রচার ও এই ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি চলবে বলে জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ দলের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে, বিজেপির মূল সংগঠনের সঙ্গে তিনটি শাখা সংগঠন মিলে এই কর্মসূচি নিয়েছে ৷ তবে এই বিষয়ে বিস্তারিত পরে জানিয়ে দেওয়া হবে বলে গেরুয়া শিবিরের তরফে জানানো হয়েছে ।
এদিনের সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য বলেন, "হাসপাতালে দালালরাজ বাম জামানাতেও ছিল কিন্তু এই সরকারের আমলে তাঁদের শক্তি বৃদ্ধি হয়েছে । এই মুহূর্তে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেয়ে তৃণমূল নেতাদের কাছে দুর্গাপুজোর আয়োজন করা, অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে । সরকার দুর্গা পুজোর জন্য ক্লাবগুলিকে 70 হাজার টাকা করে দিচ্ছে । কিন্তু কর্মসংস্থান বাড়াচ্ছে না রাজ্যে । শুভেন্দু অধিকারী আজ ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য সচিবের কাছে একটি ডেপুটেশন দিতে গিয়েছিলেন মাত্র । তাতেও বাধা দেওয়া হয় ৷"