কলকাতা, 9 ফেব্রুয়ারি :বিধাননগর পৌরনিগমের ভোটে আদৌ কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে ? এই বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার ও রাজ্যকে 12 ঘণ্টার মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ৷ পাশাপাশি একদিনে সব পৌরসভার ভোট গণনার বিষয়েও সময়সীমা বেঁধে দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ৷ 48 ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে ৷
হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, নির্বাচন চলাকালীন কোনওভাবে নিরাপত্তার গাফিলতি থাকলে দায় নিতে হবে নির্বাচন কমিশনকে । জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর আজই মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্য পুলিশের ডিজি, বিধাননগর পুলিশ কমিশনার এবং রাজ্যের মুখ্যসচিব (Bidhannagar Municipal Corporation Election) ৷
উল্লেখ্য, 12 ফেব্রুয়ারি বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগর পৌরনিগমের ভোট । এর মধ্যে বিধাননগর পৌরনিগমে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার দাবি জানিয়েছিলেন সল্টলেকের বাসিন্দা ছবি বসু । এর সঙ্গে চার পৌরনিগম এবং বাকি 108টি পুরসভার ভোটগণনা যাতে একসঙ্গে করা হয়, সেই দাবি জানিয়েছিলেন একাধিক মামলাকারী ৷
আরও পড়ুন : Bengal civic polls 2022: লড়াইয়ের আগে মাঠ ছেড়ে পালাল অধিকারী পরিবার, কটাক্ষ সুপ্রকাশ গিরির