পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Attack on Nisith Pramanik Convoy: 'বৃহত্তর ষড়যন্ত্র' ? নিশীথের কনভয়ে হামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের - নিশীথ প্রামাণিক

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার (Attack on Nisith Pramanik Convoy) নেপথ্যে থাকতে পারে বৃহত্তর কোনও ষড়যন্ত্র (Larger Conspiracy) ! তাই, এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court orders CBI Investigation) ৷

Calcutta High Court orders CBI Investigation over Attack on Nisith Pramanik Convoy case
তদন্ত করবে সিবিআই

By

Published : Mar 28, 2023, 3:37 PM IST

কলকাতা, 28 মার্চ:কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার (Attack on Nisith Pramanik Convoy) ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ তাতে বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র (Larger Conspiracy) থাকতে পারে ! তাই আদালত চায়, এই ঘটনায় নিরপেক্ষ কোনও সংস্থা তদন্ত করুক ৷ সেই কারণেই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে ৷ রাজ্য সরকারের তরফে এই নির্দেশের উপর স্থগিতাদেশ চাওয়া হলে তা খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

উল্লেখ্য, গত 25 ফেব্রুয়ারি কোচবিহারের দিনহাটার বুড়িরহাটে হামলার মুখে পড়েন নিশীথ ৷ সেদিন ওই এলাকার ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীদের বাড়ি যাচ্ছিলেন তিনি ৷ সেই সময়েই বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে বচসা ও সংঘর্ষ হয় ৷ তৃণমূল সমর্থকরা কেন্দ্রীয় মন্ত্রীকে কালো পতাকা দেখান ৷ তাতে বিজেপি কর্মীরা পালটা কটূক্তি করেন ৷ এই নিয়ে বচসা ও হাতাহাতি শুরু হয় দুই পক্ষের মধ্যে ৷ মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় ৷ এমনকী, নিশীথ নিজে গুলিচালনা ও বোমা ছোড়ার অভিযোগ তোলেন ৷ পাশাপাশি রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷

আরও পড়ুন:প্রাণনাশের উদ্দেশেই ছোড়া হয় বোমা-গুলি, অভিযোগ নিশীথের

এরপর গত 27 ফেব্রুয়ারি এই ঘটনায় পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নিশীথের দলীয় সহকর্মী তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর বক্তব্য ছিল, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকা সত্ত্বেও একজন কেন্দ্রীয় মন্ত্রীর উপর যদি হামলা হতে পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ? পাশাপাশি, এই ঘটনার নেপথ্য়ে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিধানসভার বিরোধী দলনেতা ৷ এর প্রেক্ষিতে বুড়ির হাটের ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানান বিরোধী দলনেতা ৷ একইসঙ্গে, ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করারও আবেদন জানান তিনি ৷ আদালত অবশ্য তেমন কোনও নির্দেশ দেয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details