রানিনগরে পঞ্চায়েত সমিতির নির্বাচনের ফলাফলের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের কলকাতা, 11 সেপ্টেম্বর: মুর্শিদাবাদের রানিনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির নির্বাচনের ফলাফলের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন । ডোমকলের এসডিওকে তিনি নির্দেশ দেন, নির্বাচন সংগঠিত হলেও 20 সেপ্টেম্বর পর্যন্ত তা কার্যকর হবে না । আর নির্বাচন না হলে এখন নির্বাচন করা যাবে না । আদালতের পরবর্তী নির্দেশের ওপর নির্ভর করবে রানিনগর- 2 এর পঞ্চায়েত সমিতির নির্বাচন। পরবর্তী শুনানি হবে 14 সেপ্টেম্বর।
মুর্শিদাবাদের রানিনগরে পঞ্চায়েতের বোর্ড গঠনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে । এ নিয়ে সোমবার সকালে আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস । পঞ্চায়েতের সভাপতি-সহ প্রায় 36 জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হয় । মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি অমৃতা সিনহা । দুপুর 12টায় এই মামলার শুনানি হয় তাতে বিচারপতি সিনহা ভোট হয়ে গেলেও তার ফলাফলের উপর 20 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন ।
পঞ্চায়েত সমিতির ভোটাভুটিকে ঘিরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত পরিস্থিতি রানিনগরে । 8 সেপ্টেম্বর রানিনগরে একটি সমাবেশ করার কথা ছিল কংগ্রেসের । অভিযোগ, সমাবেশে আসা কংগ্রেস কর্মীদের বাধা দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । প্রতিরোধ গড়ে তুললেই এলাকায় ঝামেলার সৃষ্টি হয় । থানায় চলে তাণ্ডব, তৃণমূল কার্যালয়ে আগুন ধরানোরও অভিযোগ ওঠে । কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর নেতৃত্বেই কংগ্রেস সমর্থকরা রানিনগর থানায় হামলা চালায় হয় বলে পালটা অভিযোগ তোলে শাসকদল তৃণমূল ।
আরও পড়ুন:রানিনগরের ঘটনায় ক্ষমা চাইলেন অধীর, আনলেন ষড়যন্ত্রের অভিযোগ
27 আসনবিশিষ্ট রানিনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে বাম-কংগ্রেস জোট জিতেছিল 14টি আসনে । তৃণমূলের দখলে ছিল 13টি । তবে তিনটি কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন । ফলে বর্তমানে পরিসংখ্যান অনুযায়ী, তৃণমূলের হাতে 16টি সদস্য, বাম কংগ্রেসের জোটের 11টি । এই পরিস্থিতিতে পঞ্চায়েত সমিতির ভোটাভুটিতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে ।